সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কর্তৃত্ব নিয়ে সফলতার সঙ্গে কাজ করার পুরষ্কার হিসাবে পুলিশের জন্য ‘সাম্মানিক’ এর ব্যবস্থা করলো নবান্ন। এর জন্য প্রায় কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ‘সম্মানিক’ (Honorarium) পাবেন প্রায় ৩০ হাজার পুলিশ কর্মি। স্বরাষ্ট্র ও পাহাড় বিষয়ক দফতরের (Home and Hill Affairs Dept.) এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- লোকসভা নির্বাচনে কাজ করার জন্য একটা নির্দিষ্ট পরিমান ভাতা পেয়ে থাকেন ভোট কর্মিরা। তবে সেই তালিকায় নাম থাকে না রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সহ পুলিশ কর্মি বা আধিকারিকদের। অবশ্য রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারেরা নির্বাচন মিটে যাওয়ার পর বেশ কিছু টাকা ‘সাম্মানিক’ হিসাবে পেয়ে থাকেন। এতদিন পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত সাধারণ পুলিশ কর্মি বা অফিসারেরা এই সাম্মানিক পেতেন না। এবার সেই বৈষম্য মেটানোর পথে হাঁটলো নবান্ন। পুলিশকে সাম্মানিক প্রদানের জন্য প্রায় ৩২ কোটি (৩১,৯৬,০৬,৫০০) টাকা বরাদ্দ করা হয়েছে বলেই খবর।
দফতরের অর্ডার শীট (No.266-Sanction/HHA-11012(27)/212/2024-PM SEC) অনুযায়ী কারা কত টাকা সাম্মানিক হিসাবে পাবেন সেটাও লিখে দেওয়া হয়েছে।
পুলিশের কারা, কত টাকা পাচ্ছেন ?
তালিকা অনুযায়ী, এডিজি, আইজি, পুলিশ কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জেলার এসপি, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল এসপি, অ্যাডিশনাল সিপি, এসডিপিও সহ উচ্চপদে কর্মরত এমন প্রায় ১,৩৮২ জন তাঁদের এক মাসের ‘বেসিক পে’ (Basic Pay) সাম্মানিক হিসাবে পাবেন। এছাড়া আরও প্রায় ২৮,৭৯২ জন পুলিশ কর্মি সাম্মানিক হিসাবে পাবেন ৭,৫০০ টাকা করে। মূলতঃ নির্বাচনের কাজে যাঁরা জড়িত ছিলেন তাদেরকেই এই সাম্মানিক দেওয়া হবে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের ১০০ জনকে এই সাম্মানিক প্রদান করা হয়েছে। যার জন্য খরচ হয়েছে প্রায় ১ কোটি টাকা। পাশাপাশি কলকাতা পুলিশের আরও প্রায় ১২ হাজার কর্মিকে এই সাম্মানিক প্রদানের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে যার জন্য খরচ হতে পারে প্রায় ১০ কোটি টাকা। নবান্ন সূত্রে খবর, সিভিল সেক্টরের কর্মি আধিকারিকেরা সাম্মানিক পেলেও, পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মি আধিকারিকেরা এটা পেতেন না, যা নিয়ে অনেকদিন ধরেই একটা চাপা বৈষম্যের অভিযোগ ছিলো তাঁদের মধ্যে। এবার সেই বৈষম্যই দূর করা হলো।
আরও পড়ুন : ২২শে জুলাই নয়, ২৬শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে কর্মসূচি পালন করতে হবে বিজেপিকে : হাইকোর্ট।