মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ আরজিকরে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচার চেয়ে এবং নারী নিরাপত্তায় প্রশ্ন তুলে সামিল হয়েছেন বিভিন্ন মহলের মানুষজন। চিকিৎসকদের পাশাপাশি আইনজীবী, অভিনেতা-অভিনেত্রী, বুদ্ধিজীবী, তথ্যপ্রযুক্তি কর্মী সহ বহু মানুষ প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন। টলিউড ও বলিউড তারকাদের প্রতিবাদে এবার সামিল হয়েছেন অরিজিৎ সিংও ( Arijjit Singh)। আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদস্বরূপ একটি গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অরিজিৎ। ‘আর কবে’ গানটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তাঁর স্টুডিওতে এই গান গেয়েছেন তিনি। গানের মাধ্যমে অরিজিতের প্রশ্ন, আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে সিক্ত হবে হৃদয়, আর কবে আর কবে শির উঠে দাঁড়াবে ?
এবার সেই গান নিয়ে অরিজিৎ সিংকে নিশানা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, ‘অরিজিৎ সিং একজন অপূর্ব গায়ক। ছেলেটি ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে বা সাক্ষী মালিকদের নিয়েও হিন্দিতে গান হয় না। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দি জগৎ, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?’
কুণাল ঘোষের (Kunal Ghosh) এই পোস্টের পরই নিজের এক্স হ্যান্ডল থেকে তিনটি পোস্ট করেন অরিজিৎ সিং। অরিজিৎ লিখেছেন, ‘ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি!! মিডিয়ায় নতুন কিছু তথ্য প্রকাশ্যে এসেছে, ফোন কলগুলি, নীল ও সবুজ চাদর, সেমিনার হলের দুটো দরজা, এটা পরিষ্কার যে কিছু একটা ঢাকা দেওয়ার চেষ্টা চলছে। কিছু তো একটা ঘটতে চলেছে। শিক্ষক দিবসের অপেক্ষায় আছি।’
এই প্রথম নয় আরজিকরকাণ্ডে বিনোদন জগতের তারকাদের প্রতিবাদ আন্দোলনকে ঘিরে এর আগেও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। শুক্রবার একটি পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, ‘আফসোস লাগে। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে। অথচ টলিগঞ্জের বাবু-বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ইমেজ গড়তে, পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত।’ বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তাঁরা কী করছেন? প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।