Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্যঅধিকর্তা, স্বাস্থ্যশিক্ষা অধির্তার ইস্তফা সহ ৫ দাবিতে স্বাস্থ্যভবন অভিযান। করুণাময়ী থেকে শুরু মিছিল।
  • আন্দোলনকারী চিকিৎসকদের পাশে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা। সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের সব পদক্ষেপকে সমর্থন।
  • মুখ্যমন্ত্রীর চিকিৎসার দরকার। জুনিয়র চিকিৎসকদের স্যালুট। স্বাস্থ্যভবন অভিযান প্রসঙ্গে মন্তব্য শুভেন্দু অধিকারীর।
  • মুর্শিদাবাদ মেডিক্যালে গণ ইস্তফার সিদ্ধান্ত সিনিয়র চিকিৎসক ও রেসিডেন্ট ডাক্তারদের। জেনারেল বডি মিটিংয়ে এই সিদ্ধান্ত।
  • সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ৫১ জন চিকিৎসক-সহ চিকিৎসা কর্মীর বিরুদ্ধে নোটিস। নোটিস দিয়েছে স্বাস্থ্যভবন। এরা থ্রেট কালচার ও সিন্ডিকেটের সঙ্গে যুক্ত বলে অভিযোগ।
  • সন্দীপ ঘোষের ৮দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ। আজ আদালতে পেশ সন্দীপ ঘোষকে। আলিপুর আদালতে পেশ করা হবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে।
  • সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর। ১৬ সেপ্টেম্বর সিবিআইকে রিপোর্ট জমার নির্দেশ।
  • আন্দোলনরত চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে। তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য।
  • ময়নাতদন্তের রিপোর্ট থেকে এফআইআর দায়ের। আরজি কর-কাণ্ডে রাজ্যের তদন্তে প্রশ্ন। দুপুর ২.৩০ থেকে রাত ১১.৩০ পর্যন্ত দশবার জিডি এন্ট্রি। অনেক রহস্য। বললেন আইনজীবী ফিরোজ এডুলজি।
  • New Date  
  • New Time  
আরজি করের জন্য ভিক্ষে করেছিলেন ডা. রাধাগোবিন্দ কর

19
August 2024

আরজি করের জন্য ভিক্ষে করেছিলেন ডা. রাধাগোবিন্দ কর

অনুসূয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ ২৫ হাজার টাকার বিনিময়ে বেলগাছিয়ায় ১২ বিঘা জমির উপরে মাথা তুলে দাঁড়িয়েছিল এক হাসপাতাল। ১৮৮৬ সালে যে হাসপাতালের নাম ছিল অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল। যে নামের হাসপাতাল এখন বেলগাছিয়াময় খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না। গুগল ম্যাপও সেই নামের হাসপাতাল খুঁজে দিতে কার্যত অক্ষম। তবে সেই হাসপাতাল যে একেবারে বিলীন হয়ে গেছে, বা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাও নয়। তাহলে…..?
এই হাসপাতাল আজও সবার স্বচক্ষে মাথা তুলেই দাঁড়িয়ে রয়েছে। বহু মানুষ চিকিৎসা পরিষেবা নিতে দুর দুরান্ত থেকে ছুটে আসেন এই হাসপাতালে। হাসপাতালের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু সুনাম। তবে সম্প্রতি সেইসব সুনাম ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। সেই জায়গায় আষ্ঠেপৃষ্ঠে লেগেছে দুর্নামের প্রলেপ। ১৮৮৬ সালের অ্যালবার্ট ভিক্টর হাসপাতালই আজকের আরজি কর। গত কয়েকদিনের বেশ কয়েকটি ঘটনায় তা আজ ক্ষত বিক্ষত। কার্যত বলা যেতে পারে একাধিক ওয়ার্ড চূর্ণ-বিচুর্ণ।
আরজি করের ইতিহাসে একবার চোখ বোলানো যাক…
এশিয়ার সর্বপ্রথম বেসরকারি মেডিক্যাল কলেজ এটি। যার সঙ্গে অতঃপ্রতভাবে জড়িত রয়েছে তিনি হলেন ডা. রাধাগোবিন্দ কর। তাঁর অবদান ভোলার নয়।
১৮৮৩ সালে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে এমআরসিপি ডিগ্রি নিয়ে কলকাতায় ফেরেন। এখানে এসে তিনি উপলদ্ধি করতে পারেন, বাংলায় ডাক্তারি পড়ুয়াদের সমস্যা। এই সমস্যা দূর করতে নিজেই লিখে ফেলেন বেশ কয়েকটি বই। ডাক্তারি বিভাগের তাঁর লেখা প্রথম বই ভিষগবন্ধু। ১৮৭১ সালে যে বই প্রকাশিত হয়।
রাধাগোবিন্দের লেখা বই-
সংক্ষিপ্ত শারীরতত্ত্ব
স্ত্রীরোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব
রোগী পরিচর্যা
কবিরাজ ডাক্তার সংবাদ

বাংলা ভাষাতেই লেখা হয়েছিল প্রত্যেকটি বই। শুধু বই লিখেই তিনি ক্ষান্ত হননি। সিদ্ধান্ত নিয়েছিলেন তৈরি করবেন এক হাসপাতাল। যার জন্য ভিক্ষে পর্যন্তও করেছিলেন তিনি।
. ১৯০৪- রাধাগোবিন্দের এই উদ্যোগের সঙ্গে মিলিত হয় কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস অফ বেঙ্গল।
. তারপর কলেজটির নামকরণ হয় বেলগাছিয়া মেডিক্যাল কলেজ।
. ১৯১৬ সালের ৫ জুলাই কলেজের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে হাসপাতালের উদ্বোধন করা হয়।
. ১৯১৮ সালের ১৯ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি দেন চিকিৎসক রাধাগোবিন্দ কর।
তাঁর মৃত্যুর ঠিক একবছর পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন পেয়ে যায় এই কলেজ।
. ১৯৩৫ সালে মেডিক্যাল কলেজের মধ্যেই তৈরি করা হয় কেদারনাথ দাস মেটারনিটি হাসপাতাল
. ১৯৩৯ সালে তৈরি হয় পৃথক কার্ডিওলজি বিভাগ।
. বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায় রাধাগোবিন্দ করের নামে হাসপাতালের নামকরণ করেন আরজি কর।

বর্তমানে প্রায় ১৫ একর জমির উপর অবস্থিত এই হাসপাতালে রয়েছে ১০টি বিল্ডিং ও ৭টি হস্টেল। রয়েছে ১২১০টি বেড। রাধাগোবিন্দ করের স্বপ্নের আরজি কর আজ বারেবারে উঠে আসছে শিরোনামে।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​