ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক: আর জি কর মেডিক্যাল কলেজ (R G Kar Medical College & Hospital ) ও হাসপাতালে তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের। এখনও পর্যন্ত মোট ৪টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা কৌস্তভ বাগচী, আইনজীবী ফিরোজ এডুলজি , শুভ্র ঘোষ ৪টি পৃথক মামলা দায়ের করেন। প্রতিটি মামলাই প্রধান বিচারপতির এজলাসে দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে শুনানির সম্ভাবনা।
মামলাকারী আইনজীবীদের দাবী তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় পুলিশি তদন্তে আস্থা নেই। স্বাধীন কোনও তদন্ত সংস্থা কিংবা সিবিআইয়ের হাতে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। মামলাকারী কৌস্তভ বাগচী জানায়, “রাজ্যের নাগরিকদের পক্ষে এই মামলা। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুতে শোকাহত। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কাছে রাজ্যের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা আঁটসাঁট করার আবেদন করা হচ্ছে। অন্তত ৬ মাসের জন্য পর্যাপ্ত সিসিটিভি ব্যাক আপ সুবিধা-সহ পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি করা হয়েছে।
মহিলা চিকিৎসক এবং ছাত্রীদের জন্য পর্যাপ্ত বিশ্রামের স্থান এবং শৌচালয় তৈরির আবেদন জানানো হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলাতেও একইভাবে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। আইনজীবী ফিরোজ এডুলজি এই প্রসঙ্গে মামলা দায়ের ক্ষেত্রে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির কথা উল্লেখ করেছেন। তিনি বলেন,”এটিও একই ধরনের ঘটনা।” মঙ্গলবার মামলাগুলির শুনানির সম্ভাবনা।
আইনজীবী ফিরোজ এডুলজি জানিয়েছেন, সঠিক ভাবে তদন্ত, যে সমস্ত সিভিক ভালেন্টিয়ার নিয়োগের আগে তাঁদের সম্পর্কে জানতে হবে। তাদের শিক্ষাগত যোগ্যতা, কোন পরিবার থেকে উঠে আসছে, তাদের বিরুদ্ধে কোন অপরাধ মূলক অভিযোগ রয়েছে কিনা ইত্যাদি।