সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার পিজি চেস্ট বিভাগের ছাত্রীর দেহ। মৌমিতা দেবনাথ, দ্বিতীয় বর্ষের পড়ুয়া। শুক্রবার সকালে নিরাপত্তা রক্ষীদের চোখে পড়ে মৌমিতা দেবনাথ নামে ওই পড়ুয়ার অর্ধনগ্ন দেহ। সঙ্গে সঙ্গে ঊর্ধতন কর্তৃপক্ষের পাশাপাশি খবর যায় আরজি কর হাসপাতালের পুলিশ আউটপোস্ট ও টালা থানায়। ঘটনাস্থলে পৌছয় টালা থানা, লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা ও ফরেন্সিকের আধিকারিকরা। নমুনা সংগ্রহ করা হয়েছে মৃতের দেহ থেকে। দেহ অর্ধনগ্ন অবস্থায় চোখে পড়ে নিরাপত্তা রক্ষীদের। দেহে রয়েছে আঁচড়ের দাগ, মাথার পিছনেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মৌমিতা দেবনাথ নামে ওই ছাত্রী বৃহস্পতিবার রাতে ডিউটি করে। ভোরে ৩ টে নাগাদ তাঁকে দেখা যায়। এরপর ডিউটি শেষ করে সে চলে গেছিল বলে মনে করে অন্যান্য পড়ুয়ারা। মৃত ছাত্রীর বাড়ি সোদপুরে। খবর দেওয়া হয় তাঁর পরিবারকে। প্রেমিকের সঙ্গে সমস্যা চলছিল মৃত পড়ুয়ার বলে জানা গেছে। পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে খুনের কারণ স্পষ্ট হবে ময়নাতদন্তের পর। এলাকার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই নিয়ে গেছে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।