বন দফতরের মহিলা আধিকারিককে কুকথা বলার জেরে শেষমেশ মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করতে হল কারা মন্ত্রী অখিল গিরিকে (Akhil Giri)। দলের নির্দেশে রবিবার পদত্যাগের কথা ঘোষণা করেছেন তিনি। সোমবার মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- শনিবার হুমকি, শনিবার কুরুচিপূর্ণ মন্তব্য, দেখে নেওয়ার হুঁশিয়ারির পর ২৪ ঘন্টার মধ্যে মন্ত্রীত্ব খোয়াতে হলো কারা মন্ত্রী অখিল গিরিকে। সূত্রের খবর, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে রবিবার বেলার দিকে কারা মন্ত্রী কে ফোন করেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সুব্রত বক্সীর (Subrata Bakshi) ফোন প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন (Santanu Sen) বলেন, “অখিল গিরি মহিলা আধিকারিকের সঙ্গে যে আচরণ করেছেন, তা নিয়ে দল ইতিমধ্যেই কনডেম করেছে, নিন্দা করেছে। আমাদের বনমন্ত্রী নিজেই সেই আধিকারিকের সঙ্গে কথা বলেছেন। আজ দলের নির্দেশে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী অখিল গিরির সঙ্গে যোগাযোগ করে অখিল গিরিকে অবিলম্বে ওই মহিলা অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিতে নির্দেশ দিয়েছেন।”
রাজ্য সভাপতির ফোন পেয়েই অখিল গিরি বুঝতে পারেন তাঁর মেয়াদ শেষ। মুখ্যমন্ত্রী যে তাঁর উপর যারপরনাই রুষ্ট সেটা বুঝেই আর দেরি না করে এদিন দুপুরেই সাংবাদিক সম্মেলন করে অখিল গিরি জানিয়ে দেন তিনি পদত্যাগ করছেন। কারা মন্ত্রী বলেন, “মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করব কিন্তু রামনগরের বিধায়ক তো থাকবো। আমার রাজনৈতিক জীবনে কোনও দিন কোনও আধিকারিকের কাছে ক্ষমা চাইনি। ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই।”
প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ কে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেছিলেন এই বর্ষীয়ান নেতা। সেই সময় তাঁর হয়ে নবান্নে সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চান মুখ্যমন্ত্রী নিজে। তারপরেও তিনি রাজ্যপাল সি ভি আনন্দ বোস কে নিয়েও কুরুচিকর মন্তব্য করেন। এবার অবশ্য দলে ও বাইরে প্রবল চাপে পড়ে মন্ত্রীত্বই খোয়াতে হলে অখিল গিরি কে। এদিকে অখিল গিরি কে মন্ত্রীত্ব থেকে সরানোর মতো কড়া পদক্ষেপ নিয়ে দল (তৃণমূল কংগ্রেস) ও সরকার যে বেশ কড়া বার্তা দিলো তা বলাই যায়।