প্যারিস অলিম্পিকে এবারের মত সিন্ধু বিদায়। প্যারিস অলিম্পিক্সের ব্যাডমিন্টনের প্রি কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন ভারতের পিভি সিন্ধু। ব্যাডমিন্টনে আপাতত ভরসা লক্ষ্য সেনই
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) শেষ হল সিন্ধু সভ্যতা। এবারে ব্যাডমিন্টন বিভাগে ভারতীয়দের মধ্যে সিন্ধুই ছিলেন সেরা সম্ভাবনাময় প্রতিযোগী। ধরে নেওয়াই হয়েছিল, অলিম্পিক্সে তিনি একটি পদক আনবেনই, কিন্তু সেটা আর হয়ে উঠল না চিনা প্রতিদ্বন্দি হি বিং জিয়াওর (Bing Jiao) কাছে হেরে যাওয়ায়।
প্রথম গেমের বিরতিতেই ৮-১১ তে পিছিয়ে ছিলেন সিন্ধু। সেখান থেকে ১২-১২ করেন। দারুণ কোর্ট কভারেজের সঙ্গে উচ্চতার অ্যাডভান্টেজ নেন। একটা সময় স্কোর ১৪-১৪ ছিল। তারপর ৩ পয়েন্টে পিছিয়ে পড়েন ভারতীয় শাটলার। কিন্তু দারুণভাবে গেমে ফেরেন সিন্ধু। একটা সময় ৫ পয়েন্টে পিছিয়ে থাকার পর ১৯-১৯ করেন। কিন্তু গেম বাঁচাতে পারেননি। লম্বা ব়্যালির পর প্রথম গেম ১৯-২১ এ হারেন সিন্ধু (PV Sindhu)।
প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয় গেমে আত্মসমর্পণ করলেন সিন্ধু। এই ম্যাচে একেবারেই পাওয়া যায়নি আগের ম্যাচের চেনা সিন্ধুকে। চীনের প্রতিপক্ষের বিরুদ্ধে কিছুটা অস্বস্তিতেই দেখায় তাকে। দ্বিতীয় গেমে ছিলফিটনেস সমস্যাও । হি বিংয়ের গতিময় গেমের সঙ্গে এদিন তাল দিতে পারেননি সিন্ধু। আগের দিন দুরন্ত জয়ের পর শেষ ষোলোয় নাস্তানাবুদ হন ভারতীয় শাটলার। অবিশ্বাস্য ব্যাডমিন্টন খেলেন চীনের তারকা। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকের ম্যাচে তাকে হারিয়ে ছিলেন সিন্ধু। কিন্তু এদিন পারলেন না।
তবে এই মুহুর্তে প্যারিস অলিম্পিক্সের মেনস সিঙ্গলসে স্বপ্নের দৌড় জারি রাখলেন লক্ষ্য সেন। ২২ বছর বয়সী ভারতীয় তারকা জায়গা করে নিলেন কোয়ার্টার ফাইনালে। যদিও বৃহস্পতিবার লক্ষ্যের সাফল্যে ভারতীয়রা উচ্ছ্বসিত হতে পারলেন না মোটেও। কেননা এক্ষেত্রে লক্ষ্যের জয়ে পদকের দৌড় থেকে ছিটকে যেতে হল আরও এক ভারতীয় তারকাকে।
ইভেন্টের ১৩তম বাছাই প্রণয়কে প্রি-কোয়ার্টার ফাইনালে কার্যত একতরফাভাবে উড়িয়ে দেন লক্ষ্য সেন। প্রথম গেমে প্রণয় তবু কিছুটা লড়াই চালালেও দ্বিতীয় গেমে তিনি কার্যত হাল ছেড়ে দেন। দুই ভারতীয় তারকার লড়াইয়ে চোখে পড়ছিল নিতান্ত অনুশীলনের মেজাজ। যেখানে নিজের থেকে ১০ বছরের ছোট তারকার কাছে বশ্যতা স্বীকার করেন প্রণয়।