সহেলি দত্ত, নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখ ভার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ল বৃষ্টির পরিমাণ। কোথাও বিক্ষিপ্তভাবে কয়েক পশলা আবার কোথাও মুষলধারায় বৃষ্টি হয়। যদিও দুপুরের বৃষ্টির পরই কোথাও আবার রোদের তেজও দেখতে পাওয়া যায়। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস ছিলই। তবে বেলা বাড়ার সঙ্গে যে বৃষ্টির পরিমাণ যে বাড়বে , তাও আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল, ঘূর্ণবাত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। বঙ্গোসাগরে তৈরি নিম্নচাপ বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে।
আগামী দু-তিনদিনের মধ্যে এই ঘূর্ণবর্ত শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হতে পারে। কোথাও মাঝারি থেকেভারী বৃষ্টি আবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়ায়। এছাড়া অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস । দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পঙে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকতে পারে সমুদ্র। সমুদ্রের উপর দিয়ে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।