Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • বাঁকুড়া জেলা সিপিএমের সম্পাদক হলেন দেবলীনা হেমব্রম। বাঁকুড়া জেলা CPIM-এর সম্মেলন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালে ঝাড়গ্রাম লোকসভায় তাঁকে প্রার্থী করেছিল CPIM।
  • ‘আমেরিকায় হাজার হাজার জঙ্গি লুকিয়ে রয়েছে’। ‘প্রায় দশ হাজার খুনি রয়েছে’। ‘তারা স্বাধীন ভাবে আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছে’। ‘তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন’। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সাক্ষাৎকারে দাবি ডোনাল্ড ট্রাম্পের।
  • সংস্কারের জন্য যান চলাচল নিয়ন্ত্রিত হবে বারাসত ওভার ব্রিজে। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে সংস্কারের কাজ। সপ্তাহে দু’দিন করে পাঁচ মাস বন্ধ থাকবে বারাসত ওভারব্রিজ। পাঁচ মাস ধরে চলবে যান নিয়ন্ত্রণ।
  • চিন সফরে যাচ্ছেন বিদেশসচিব বিক্রম মিশ্রি। ২৬ জানুয়ারি দু’দিনের চিন সফরে যাবেন বিদেশসচিব। এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি।
  • ঠাকুরপুকুরে একটি বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য। বুধবারই ওই এলাকায় ভাড়া এসেছিলেন মৃত মহিলা। মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, খুন হয়েছেন ওই মহিলা। ঘটনাস্থল খতিয়ে দেখেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।
  • বাগুইআটির জগৎপুরে পরপর দুটি বাড়ি হেলে পড়ার ঘটনা। একটি বিল্ডিং অপর বিল্ডিং-র গা ঘেঁষে দাঁড়িয়ে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিধাননগর পৌরনিগমের ২৩ নং ওয়ার্ডের ঘটনা। পৌরনিগমের অভিযোগ দায়ের কাউন্সিলর ঝুঙ্কু মন্ডলের।
  • ট্যাংরার ছায়া বিধাননগরের ৪ নং ওয়ার্ডে। বিধাননগরের ৪ নং ওয়ার্ডে হেলে পড়ল বহুতল। ফাঁকা করে দেওয়া হল বিল্ডিং।
  • মঞ্চে অশ্লীল মন্তব্যের জের। কড়া শাস্তির মুখে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। বারাসত জেলা কমিটির কাছে রিপোর্ট তলব। রিপোর্ট তলব তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির। শোকজ করা হতে পারে তৃণমূল বিধায়ককে।
  • বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর। মঞ্চে উঠে অসংলগ্ন কথা বলার অভিযোগ। এই আচরণ দল কোনওভাবেই অনুমোদন করে না। জেলা শৃঙ্খলারক্ষা কমিটি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। তাঁর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। সাংবাদিক সম্মেলনে জানান তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। 
  • রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সরকারি পদ থেকে বাদ ডা. শান্তনু সেন। নতুন প্রতিনিধি করা হয়েছে অসীম সরকারকে। সম্প্রতি দলবিরোধী কাজের জন্য ডা. শান্তনু সেনকে সাসপেন্ড করে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। 
  • প্রতারণা মামলায় অভিযুক্ত পরিচালক রাম গোপাল ভর্মা। চেক বাউন্স মামলায় পরিচালককে তিন মাসের কারাদণ্ড দিল মুম্বই আদালত । তিন মাসের মধ্যে মামলাকারীকে ৩.৭২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ। ক্ষতিপূরণ অনাদায়ে আরও তিন মাসের জেল। ২০১৮ সালে মহেশচন্দ্র মিশ্র রাম গোপাল ভর্মার সংস্থার বিরুদ্ধে এই মামলা করেছিলেন।
  • হায়দরাবাদে স্ত্রী’কে নৃশংস খুন স্বামীর। প্রেসার কুকারে স্ত্রী’র দেহ সেদ্ধ। পরে হাড়গোড় হামানদিস্তায় গুঁড়ো। এত করেও শেষরক্ষা হল না। গ্রেফতার অবসরপ্রাপ্ত সেনাকর্মী। স্ত্রী নিখোঁজ, ডায়েরিও করে ধৃত। সন্দেহ হওয়ায় স্বামীকে জেরা পুলিশের। জেরার মুখে খুনের কথা স্বীকার। ধৃতের নাম গুরু মূর্তি। ১৫ জানুয়ারি খুন হন পি মাধবী।
  • মাহফুজ আলমের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে শোরগোল বাংলাদেশে। ‘দেশে নতুন করে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে’। ‘ফ্যাসিবাদ এবার তার চেহারায় বদল’। ‘চেহারা বদলে বিভিন্ন রূপে ফিরে আসতে চাইছে’। ‘আবার নতুন করে সক্রিয় হতে চাইছে’। লিখলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
  • জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম। নিজেই ফেসবুকে পোস্ট করে জানান তিনি। পোস্টে সারজিস লিখেছেন, ‘ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব নয়, সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দূর্বলতা নয়, এটাতে সৎ সাহস লাগে। আমি চেষ্টা করেছি আমার চেয়ারের সাথে সৎ থাকতে।’
  • গত কয়েক মাসে কলকাতায় হেলে পড়েছে মোট ৩০টি বহুতল। রিপোর্ট জমা পড়ল কলকাতা পুরসভায়। হেলে পড়া বহুতলের ৬৫ শতাংশই বেআইনি। বরোভিত্তিক তথ্যের ভিত্তিতে বহুতলগুলির অবস্থা জানায় পুরসভা। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মেয়র ফিরহাদ হাকিমের।
  • New Date  
  • New Time  
বাংলাদেশে নির্বাচনে বিলম্ব করে কোন ঘুটি সাজাতে মরিয়া ইউনুস?

19
August 2024

বাংলাদেশে নির্বাচনে বিলম্ব করে কোন ঘুটি সাজাতে মরিয়া ইউনুস?

অনুসূয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ এখনই কোনও নির্বাচন নয়। স্পষ্টভাবে জানিয়ে দিলেন মহম্মদ ইউনুস।বাংলাদেশের সব রাজনৈতিক দলকে নিয়ে সুষ্ঠ ও অবাধভাবে নির্বাচন করতে বদ্ধপরিকর তাঁরা। বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান কাজ হল দেশে নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থার পাশাপাশি গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা। ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সামিটে টেলিকন্ফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ নির্বাচনের প্রসঙ্গে এমনই বলেন মহম্মদ ইউনুস

মুজিব কন্যা শেখ হাসিনা পদত্যাগ ও অন্তবর্তী সরকার গঠনের পর থেকে বারেবারে যে বিষয়টি নিয়ে বেশি আলোচিত হয়ে আসছে, তা হল বাংলাদেশে নির্বাচন কবে?

কার্যত বলা যেতে পারে অন্তবর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টারা প্রায় প্রতিদিন এই প্রশ্নের সম্মুখীন হন। তবে তাঁদের তরফ থেকে কোনও নির্দিষ্ট তারিখ ও সময় জানানো হয়নি। বারেবারে উঠে এসেছে একটাই কথা, সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরি হলে, ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার মুখ খুললেন মহম্মদ ইউনুস। রবিবার ঢাকায় বিদেশি কুটনীতিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই তিনি জানান, যত দ্রুত সম্ভব দেশে সাধারণ নির্বাচনের মাধ্যমে গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
রবিবার মহম্মদ ইউনুস জানান, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের পরই সেখানে নির্বাচন হবে। এদিন ইউনুসের ঘোষণায় উঠে আসে, দেশের নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও বেসামরিক প্রশাসন, নিরাপত্তা সংস্থার সংস্কারের পরই হবে নির্বাচন। ইউনুস।

হাসিনার সমালোচনায় ইউনুস
সাংবাদিক বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমালোচনা করে তিনি বলেন, গত ৫ই অগাস্ট বাংলাদেশ এক দ্বিতীয় অভুত্থানের সাক্ষী থেকেছে। তা আমাদের ছাত্র আন্দোলনের জন্যই সম্ভব। হাজার হাজার স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। ক্ষমতায় টিকে থাকতে সরকারি সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে শেখ হাসিনা। নির্বাচন হল নাগরিক অধিকার। সেই অধিকারকে খর্ব করেছে হাসিনা সরকার। দেশের বিচার ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে দিয়েছেন তিনি।

গত ৫ই অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। তারপর গত ৮ তারিখে গঠন করা হয় বাংলাদেশের অন্তবর্তী সরকার। অনেকেই সেখানে ৯০ দিনের মধ্যে দ্রুত নির্বাচনের দাবি জানান। প্রথমে মেনে নেওয়া হয় সেই দাবি। তবে এখন কেন সেই নির্বাচনে বিলম্ব ? ঠিক কোন ঘুটি কীভাবে সাজাতে ব্যস্ত মহম্মদ ইউনুস, এমনই প্রশ্ন তুলছেন অনেকে।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​