অনুসূয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ এখনই কোনও নির্বাচন নয়। স্পষ্টভাবে জানিয়ে দিলেন মহম্মদ ইউনুস।বাংলাদেশের সব রাজনৈতিক দলকে নিয়ে সুষ্ঠ ও অবাধভাবে নির্বাচন করতে বদ্ধপরিকর তাঁরা। বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান কাজ হল দেশে নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থার পাশাপাশি গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা। ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সামিটে টেলিকন্ফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ নির্বাচনের প্রসঙ্গে এমনই বলেন মহম্মদ ইউনুস।
মুজিব কন্যা শেখ হাসিনা পদত্যাগ ও অন্তবর্তী সরকার গঠনের পর থেকে বারেবারে যে বিষয়টি নিয়ে বেশি আলোচিত হয়ে আসছে, তা হল বাংলাদেশে নির্বাচন কবে?
কার্যত বলা যেতে পারে অন্তবর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টারা প্রায় প্রতিদিন এই প্রশ্নের সম্মুখীন হন। তবে তাঁদের তরফ থেকে কোনও নির্দিষ্ট তারিখ ও সময় জানানো হয়নি। বারেবারে উঠে এসেছে একটাই কথা, সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরি হলে, ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার মুখ খুললেন মহম্মদ ইউনুস। রবিবার ঢাকায় বিদেশি কুটনীতিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই তিনি জানান, যত দ্রুত সম্ভব দেশে সাধারণ নির্বাচনের মাধ্যমে গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
রবিবার মহম্মদ ইউনুস জানান, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের পরই সেখানে নির্বাচন হবে। এদিন ইউনুসের ঘোষণায় উঠে আসে, দেশের নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও বেসামরিক প্রশাসন, নিরাপত্তা সংস্থার সংস্কারের পরই হবে নির্বাচন। ইউনুস।
হাসিনার সমালোচনায় ইউনুস
সাংবাদিক বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমালোচনা করে তিনি বলেন, গত ৫ই অগাস্ট বাংলাদেশ এক দ্বিতীয় অভুত্থানের সাক্ষী থেকেছে। তা আমাদের ছাত্র আন্দোলনের জন্যই সম্ভব। হাজার হাজার স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। ক্ষমতায় টিকে থাকতে সরকারি সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে শেখ হাসিনা। নির্বাচন হল নাগরিক অধিকার। সেই অধিকারকে খর্ব করেছে হাসিনা সরকার। দেশের বিচার ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে দিয়েছেন তিনি।
গত ৫ই অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। তারপর গত ৮ তারিখে গঠন করা হয় বাংলাদেশের অন্তবর্তী সরকার। অনেকেই সেখানে ৯০ দিনের মধ্যে দ্রুত নির্বাচনের দাবি জানান। প্রথমে মেনে নেওয়া হয় সেই দাবি। তবে এখন কেন সেই নির্বাচনে বিলম্ব ? ঠিক কোন ঘুটি কীভাবে সাজাতে ব্যস্ত মহম্মদ ইউনুস, এমনই প্রশ্ন তুলছেন অনেকে।