সহেলি দত্ত, নিজস্ব প্রতিনিধিঃ উত্তপ্ত রয়েছে বাংলাদেশ। বিক্ষোভে বাংলাদেশের পড়ুয়ারা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন পড়ুয়ারা। সেইসময় বিক্ষোভের জেরে পিছিয়ে যায় একাধিক পরীক্ষা। এবার নতুন দাবি নিয়ে পথে নামলেন পড়ুয়ারা। এবার পরীক্ষা না দেওয়ার দাবিতে বিক্ষোভ। মিছিল করে শিক্ষা দফতর ঘেরাও করলেন পড়ুয়ারা। পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচসির ফল প্রকাশ করতে হবে। দাবি জানাল পড়ুয়ারা। মঙ্গলবার পুলিশি বাধা উপেক্ষা করে জিরো পয়েন্টের সচিবালয়ের গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন শত শত পরীক্ষার্থী। যেই পরীক্ষা গুলি ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবি জানিয়েছেন।
ঢাকা, নারায়ণগঞ্জ কলেজ, ঢাকা স্টেট কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ সহ পার্শ্ববর্তী একাধিক সরকারি কলেজের পড়ুয়ারা যোগ দেয় মিছিলে। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয় ঘেরাও করে রাখার কথা জানিয়েছেন তাঁরা।পরীক্ষার্থীরা জানাচ্ছেন, প্রায় চারদিন ধরে এই বিক্ষোভ চলছে। অনেক পড়ুয়া বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে আহত হয়েছেন। পরীক্ষা নিলে আহতরা পরীক্ষা দিতে পারবেন না। মেধা যাচাই হয় অনার্সে ভর্তি পরীক্ষার মাধ্যমে। নতুন করে পরীক্ষা নিলে অনার্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির সময় পাওয়া যাবে না। সেই কারণে এখন নতুন করে পরীক্ষা দেওয়া কোনভাবেই সম্ভব নয়।