রিয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল। সিলেট, কুমিল্লা, ফেণী, লক্ষ্মীপুর-সহ পূর্ব সীমান্ত লাগোয়া জেলাগুলি প্লাবিত হয়েছে। মোট ৪৩টি উপজেলা বন্যাপ্লাবিত। এই অঞ্চলে প্রায় ১ লক্ষ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার জলবন্দি হয়ে পড়েছে। সব জেলা মিলিয়ে ১৭ লক্ষ ৯৬ হাজার ২৪৮ জন ক্ষতিগ্রস্ত। অভিযোগ তোলা হয়েছে, ভারতের দুম্বুর বাঁধ থেকেই নাকি জল ছাড়ার কারণে এই বন্যা হয়েছে। তবে অভিযোগ উঠতেই নীরবতা ভাঙল ভারত সরকার। ত্রিপুরার বাঁধ থেকে জল ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা হয়নি বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
বাংলাদেশে বন্যার ব্যাখ্যা ভারতের
সরকারের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ত্রিপুরার গোমতী নদীর উপরে তৈরি দুম্বুর বাঁধ থেকে জল ছাড়ার কারণে বন্যা হয়েছে, এই তথ্য সঠিক নয়। যে দুম্বুর বাঁধকে বন্যার কারণ বলে দোষারোপ করা হচ্ছে, তা বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। এই বাঁধ থেকে বিদ্যুত্ উত্পাদন করা হয়। বাংলাদেশও ত্রিপুরার এই বাঁধ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুত্ পায়। ভারত সরকারের তরফে বন্যা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশকে জানানো হচ্ছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
১২০ কিলোমিটার দীর্ঘ গোমতী নদীতে জলস্তর পর্যবেক্ষণের জন্য তিনটি কেন্দ্র রয়েছে আমারপুর, সোনামুড়া ও সোনামুড়া-২ তে। এর মধ্যে আমারপুর স্টেশন দ্বিপাক্ষিক প্রোটোকলের অধীনে পড়ে। ভারত সরকারের তরফে বন্যা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশকে জানানো হচ্ছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে ৫৮টি নদী। এই নদীগুলিতে বন্যা দুই দেশেরই সমস্যা ও দুই দেশের মিলিত সহযোগিতাতেই এই সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
ভারত বিরোধী প্রচার তুঙ্গে
এত ব্যাখ্যার পরও বাংলাদেশে ভারত বিরোধী প্রচার বন্ধ হচ্ছে না। উল্টে ফরাক্কা বাঁধ গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন কোটা আন্দোলনের দুই সমন্বয়ক মেহেদী সজীব ও দেসওয়ার হোসেন। অন্তর্বর্তী সরকারের আর এক উপদেষ্টা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বাংলাদেশের মানুষের প্রতি নিষ্ঠুর আচরণ করেছে ভারত। জল ছেড়ে মানুষকে ডুবিয়ে মারছে।
যে প্রচার চলছে তা দুঃখজনক : ইউনুস
ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। সূত্রের খবর, এই বৈঠকে দুদেশের যৌথ নিরাপত্তা, বাণিজ্যিক ও সর্বোপরি দ্বিপাক্ষিক সুস্পর্ক বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। ভারতের দোষ, নাকি প্রকৃতির রোষ ? বন্যা নিয়ে সামাজিক মাধ্যমে যে প্রচার চলছে, তা দুঃখজনক। বললেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁদের সাক্ষাৎ হয় বলে খবর।