সোমবার দালাল স্ট্রিটের অবস্থা ছিল শোচনীয়৷ বাজার খুলতেই মুখ থুবড়ে পড়েছিল সেনসেক্স থেকে শুরু করে সব কিছুই। হু হু করে পড়ছিল সূচক। কবে অবস্থার পরিবর্তন হবে? লগ্নিকারীরা এখন এই উত্তর খুঁজছেন
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: সোমবার সারাদিনই বাজার ছিল নিম্নমুখী। সেনসেক্স সূচক প্রায় ২০০০ এর কাছাকাছি পড়ে গিয়েছিল। একই অবস্থা ছিল নিফটি, ব্যাংক নিফটিরও। তবে আজ কিছুটা হলেও হাল ফিরল বাজারের।
বেলা ১২টা ৩৭ মিনিট নাগাদ সেনসেক্স ছিল ৭৯১৪২ এর ঘরে, অর্থাৎ ৩৮২ পয়েন্ট মত বেড়েছে। একই সময়ে ব্যাংক নিফটি ৫০১৪৬, নিফটি ৫০ পৌঁছেছে ২৪১৮৬ এর ঘরে। সোমবারের থেকে এদিন কিছুটা হলেও অবস্থার উন্নতি হল।
তবে বাজারের এই ওঠাপড়া এখন কিছু দিন লেগে থাকবে বলেই মনে করা হচ্ছে৷ তবে এর মধ্যেও বেশ কিছু শেয়ার কিন্তু দারুণ ভাবে এগোচ্ছে। বিনিয়োগ করার আগে একবার সেগুলোর দিকে চোখ বুলিয়ে নিন দ্রুত—
এদিন শেয়ারবাজারে আইটি বা তথ্যপ্রযুক্তি সেক্টরে ব্যাপক বৃদ্ধি দেখা যাচ্ছে। লেনদেন হচ্ছে ২ শতাংশের বেশি। একই সময়ে রিয়েলটি সেক্টরে প্রায় ৩ শতাংশ বৃদ্ধি হয়েছে। এছাড়া এফএমসিজি, মিডিয়া, মেটাল এবং পিএসইউ ব্যাংকেও ১ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে।
এছাড়া প্রায় ৪ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে টাটা মোটরসে। এর পরে এলটি, মারুতি সুজুকি, আদানি পোর্ট এবং টাটা স্টিলের শেয়ার 2 শতাংশের বেশি বেড়েছে। এর বাইরে ইনফোসিস এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারের দাম বেড়েছে।
তবে এদিন মার্কেট কিছুটা ঘুরে দাঁড়ালেও বাংলাদেশের সঙ্গে যে কোম্পানিগুলির বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত বেশি, নামতে পারে সেগুলির স্টকের গ্রাফ। সেই তালিকায় রয়েছে ইমামি লিমিটেড, মারিকো লিমিটেড ও পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই প্রায় ৪ শতাংশ পড়ে যায় মারিকো লিমিটেডের স্টকের গ্রাফ। সকাল ১০টা নাগাদ এর ট্রেডিং প্রাইস দাঁড়ায় ৬৪৫.৫৫ টাকা। তবে গ্রিন জোনে রয়েছে ইমানির শেয়ার। ৭৭২.৫০ টাকায় বিক্রি হচ্ছে সংশ্লিষ্ট কোম্পানির স্টক।