রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডে যে আইপিএস-এর নেতৃত্বে খোঁজ খবর (তদন্ত !) নেওয়ার কাজ চলছে, এবার তাঁকেই স্বাধীনতা দিবসের দিন রেড রোডে পুরষ্কৃত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আরও তিনজন আইপিএসকেও মুখ্যমন্ত্রী পুলিশ পদক দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নের।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- কলকাতা পুলিশের উপ নগরপাল;সেন্ট্রাল (DC Central) আইপিএস (IPS) অফিসার ইন্দিরা মুখোপাধ্যায় কে ২০২৩/২৪ সালের প্রশংসনীয় কাজের জন্য মুখ্যমন্ত্রী পুলিশ পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর দফতরে এসপি পদমর্যাদার দায়িত্বে থাকা অফিসার অন স্পেশাল ডিউটি আইপিএস দিব্যজ্যোতি দাসকেও একই পদক দেওয়া হচ্ছে। পাশাপাশি অসামান্য কাজের জন্য মুখ্যমন্ত্রী পুলিশ পদক দেওয়া হবে বিধাননগরের নগরপাল (CP Bidhannagar) শ্রী মুকেশ ও ডিআইজি নিরাপত্তা (DIG Security) আইপিএস (IPS) আভারু রবীন্দ্রনাথ।
বিগত বেশ কয়েকবছর ধরেই প্রশাসনে বিশেষ দক্ষতার সঙ্গে কাজ করার জন্য, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন রেড রোডে কুচকাওয়াজের ঠিক আগে মুখ্যমন্ত্রী পুরস্কার দেওয়ার রেওয়াজ চালু করেছেন। ২০২১ সালে মোট ১০ জন পুলিশ কর্তা কে মুখ্যমন্ত্রী পুলিশ পদক (CM Police Medal) দেওয়া হয়েছিলো। সে বছর পুরস্কার পেয়েছিলেন আইপিএস রাজীব কুমার, ভারতী ঘোষ, সুরজিৎ কর পুরকায়স্থ, এস এম এইচ মির্জা, ডি পি সিং প্রমূখ। ২০২২ সালে স্বাধীনতা দিবসের দিন পুরস্কৃত হন ১১ জন পুলিশ কর্তা। তাঁদের মধ্যে ছিলেন আইপিএস মনোজ মালব্য, আর রাজাশেখরণ, প্রবীন কুমার ত্রিপাঠী, সুনীল কুমার চৌধুরী, রশিদ মুনীর খান প্রমুখ। এবছর অর্থাৎ ২০২৪ এর ১৫ আগষ্ট রেড রোডে (CM Medal for Outstanding Service) পুরস্কার পেতে চলা আইপিএস আভারু রবীন্দ্রনাথ এর আগে ২০২২ সালে (CM Medal for Commendable Service) পেয়েছিলেন।