অনুসূয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ প্রতিবারই মাথায় পাগড়ি বেঁধে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারেও তার অন্যথা হয়নি। এবারে পড়েছিলেন রাজস্থানের লেহেরিয়া। আগের বছরে পড়েছিলেন বাঁধনি ছাপের পাগড়ি। এবারে শুধু বদলে যায় পাগড়ির প্রিন্ট।
২০১৪ সাল থেকে প্রত্যেক বছর লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়ে এসেছেন নরেন্দ্র মোদী। টানা ১১ বার লালকেল্লায় পতাকা উত্তোলন করে তৃতীয় স্থানে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী।
প্রথম স্থানে রয়েছেন- জওহরলাল নেহেরু – ১৭ বার
দ্বিতীয় স্থানে রয়েছেন- ইন্দিরা গান্ধী- ১৬ বার
তৃতীয় স্থানে রয়েছেন- নরেন্দ্র মোদী- ১১ বার
প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি লালকেল্লায় ভাষণ দিয়েছেন জওহরলাল নেহেরু। টানা ১৭ বার ভাষণ দিয়েছিলেন তিনি। ১৯৪৭ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত স্বাধীনতা দিবসের সকালে তাঁর ভাষণ শুনতে পেয়েছিলেন ভারতবাসী।
১৯৬৬ থেকে ১৯৭৭ ও ১৯৮০ থেকে ১৯৮৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তিনি মোট ১৬ বার লালকেল্লায় পতাকা উত্তোলন করেছেন।
সবচেয়ে বেশিবার ভাষণ দেওয়ার নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সাল থেকে টানা ১১ বার লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন তিনি।
৭৮ তম স্বাধীনতা দিবসে দীর্ঘ সময়ে ভাষণ দেন নরেন্দ্র মোদী। বুধবার সকালে টানা ৯৮ মিনিট ভাষণ দেন তিনি। ২০১৬ সালে যা ছিল মাত্র ৯৪ মিনিটের। তাঁর সময়কালে সবচেয়ে ক্ষুদ্র ভাষণ দিতে দেখা যায় ২০১৭ সালে। সেবারে মাত্র ৫৬ মিনিটের জন্য ভাষণ দেন তিনি।
আরজি করকাণ্ডের প্রতিবাদে স্বাধীনতা দিবসের আগের রাতেই যখন গর্জে ওঠে বাংলা তথা গোটা দেশ। রাতের দখল নেন মহিলারা। ঠিক তার পরের সকালে লালকেল্লা থেকে আরজি করের নাম না করেও নারী নির্যাতন ও ধর্ষণ নিয়ে কড়া বার্তা শোনা যায় প্রধানমন্ত্রীর ভাষণে। বলেন, আরও একবার দুঃখপ্রকাশ করতে চাই। মহিলাদের উপর যা নির্যাতন চলছে, গুরুত্ব সহকারে তা ভাবা দরকার। এ নিয়ে দেশজুড়ে ক্ষোভ তৈরি হচ্ছে। রাজ্য সরকারগুলির প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, রাজ্য সরকারের এ নিয়ে ভাবা উচিত।