রিয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব বণ্টন করলেন নোবেলজয়ী ডঃ মহম্মদ ইউনুস । ২৭টি মন্ত্রক নিজের হাতেই রেখেছেন তিনি। বৃহস্পতিবার ইউনুসের সঙ্গে যে ১৩ জন শপথ নিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে, তাঁদের মধ্যে আরও ১৮ টি মন্ত্রকের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ওই ১৩ জনের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলানম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতে গিয়েছে তিন মন্ত্রক।
৮ অগাস্ট বৃহস্পতিবার ঢাকার বঙ্গভবনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তির নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ইউনুসকে এবং আরও ১৩ জন উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। অন্তর্বর্তী সরকারের মোট ১৭ জন উপদেষ্টা থাকবেন। তিন জন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় তাঁদের শপথ পরে হবে বলে জানানো হয়েছে। এরপর শুক্রবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রক বণ্টনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রধান উপদেষ্টা ইউনুসের হাতে যে ২৭টি মন্ত্রক রয়েছে, সেগুলি একনজরে দেখে নেওয়া যাক….
১. মন্ত্রী পরিষদ বিভাগ ,২. প্রতিরক্ষা মন্ত্রক , ৩. সশস্ত্র বাহিনী বিভাগ ৪. শিক্ষা মন্ত্রক, ৫. সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রক ,৬. খাদ্য মন্ত্রক ,৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রক ,৮. ভূমি মন্ত্রক ,৯. বস্ত্র ও পাট মন্ত্রক,১০. কৃ্ষি মন্ত্রক ,১১. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক,১২. রেল মন্ত্রক ,১৩. জনপ্রশাসন মন্ত্রক ১৪. বিদ্য়ুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রক ,১৫. নৌ-পরিবহণ মন্ত্রক ১৬. জল সম্পদ মন্ত্রক,১৭. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রক ,১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রক,১৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রক ,২০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রক, ২১. বাণিজ্য মন্ত্রক ,২২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ,২৩. অসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রক ,২৪. সংস্কৃতি মন্ত্রক ২৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রক ,২৬. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রক, ২৭. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রক।
মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে আরও অনেকে …
১. সালেহউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব।তিনি সামলাবেন অর্থ মন্ত্রণালয় ও পরিকলপনা মন্ত্রণালয়।
২. ড. আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
৩. আদিলুর রহমান খানকে দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব।
৪. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পয়েছেন হাসান আরিফ।
৫. মহম্মদ তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।
৬. সৈয়দা রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
৭. শারমিন মুরশিদ পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রকের দায়িত্ব।
৮. এম সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ।
৯. খালিদা হাসানকে ধর্ম বিষয়ক মন্ত্রকের দায়িত্ব ।
১০. ফরিদা আখতার পেয়েছেন মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রক ।
১১. নূর জাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবারকল্য়াণ মন্ত্রণালয়ের দায়িত্ব।
১২. নাহিদ ইসলামকে ডাক মন্ত্র, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।
১৩. আসিফ মাহমুদ পেয়েছেন সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।
মন্ত্রিপাড়ার মোট ২০টি সরকারি বাংলো নতুন উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে। এসব বাংলোতে সদ্য বিদায়ী সরকারের মন্ত্রীরা থাকতেন। ইউনুস আগেই বলেছিলেন, যাঁদের হাত ধরে দেশে দ্বিতীয়বার স্বাধীনতা এসেছে, মন্ত্রিসভায় তাদের প্রতিনিধি থাকা দরকার। এই সদস্যদের মধ্যে আছেন মুক্তিযোদ্ধা, প্রাক্তন আমলা, মানবাধিকার কর্মী, প্রাক্তন সেনাকর্মী ও ছাত্র আন্দোলনের মুখও।