সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- শ্রাবণের তৃতীয় সোমবারে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে রবিবার বিহারের বৈশালী জেলার হাজিপুর দিয়ে যাচ্ছিল কাঁওয়ার যাত্রীদের একটি দল। সেই সময় পুণ্যার্থী বোঝাই একটি গাড়ি হঠাৎই রাস্তার উপর দিয়ে যাওয়া হাই টেনশন তারের সংস্পর্শে আসে। মুহূর্তের মধ্যে গোটা গাড়িটি তড়িদাহত হয়। বিদ্যুতের ঝটকায় মৃত্যু হয় ৯ পুণ্যার্থীর, আহত আরও ৬। আহতদের হাজিপুরের সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। পুণ্যার্থীরা জেঠুই নিজামত গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এই গ্রাম থেকে সোনপুর পহলেজা ঘাটে গিয়েছিল পুণ্যার্থীদের এই দলটি। জল নিয়ে সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। গাড়ির উপরের অংশ বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হন যাত্রীরা। যে গাড়িটিতে দুর্ঘটনা ঘটে সেটির উচ্চতা অনেকটাই বেশি ছিল। সেই জন্যই পুণ্যার্থীদের গাড়িটি যাওয়ার সময়ে ওভারহেডের তার ছুঁয়ে যায়। গাড়িতে সেই সময় ডিজে বাজছিল বলেও জানা গেছে। গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে।