আইনি জটের গেরোয় প্রায় ১২শো বাস পাওয়া যাচ্ছে না। এদিকে নতুন বাস হাতে না পাওয়ায় পুরানো বাস দিয়েই কাজ চালাতে গিয়ে তেলের খরচ বেড়ে যাচ্ছে পরিবহন দফতরের। এর থেকে বাঁচার উপায় বের করতে প্রয়োজনে ফ্রিকোয়েন্সি বাড়ানোর দিকে নজর দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- রাস্তায় বের হলে সরকারি বাস কম দেখা যায় বলে প্রায় দিনই অভিযোগ করেন নিত্যযাত্রীরা। সেই অভিযোগ মেনে নিয়ে পরিবহন দফতরের বক্তব্য পরিবেশ বিধির কারণে পুরানো অধিকাংশ বাসই প্রায় বন্ধ করে দিতে হয়েছে। তার জায়গায় নতুন বাস নিয়ে আসা হচ্ছে। পরিবহন দফতর পরিবেশ সচেতন ই-বাস এর জন্য একটি সংস্থার সঙ্গে চুক্তি করছিলো, যাতে প্রায় ১১৮০ টি ই-বাস পরিবহন দফতরের হাতে আসার কথা। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলায় সেই সংস্থা এখনও বাসগুলো দিতে পারে নি। ফলে আতান্তরে পড়েছে পরিবহন দফতর।
সূত্রের খবর, মঙ্গলবার নবান্নে পরিবহন দফতরের একটি রিভিউ মিটিং এ মুখ্যমন্ত্রী কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি সরকারি বাস কম চলে তাহলে তেলের জন্য এত খরচ হচ্ছে কেন ? মুখ্যমন্ত্রী কে বাস না পাওয়ার বিষয়টি জানানো হলে তিনি তখন বলেন, বাস কম থাকলে ফ্রিকোয়েন্সি তো বাড়ানো যেতে পারে। তাহলে তো সাধারণ মানুষের সুবিধা হয়। একটা শিফট বাড়িয়ে দিলেও তো কিছুটা সুরাহা পায় সাধারণ মানুষ। বিশেষ করে অফিস আওয়ার্সে ফ্রিকোয়েন্সি বাড়ানোর দিকে জোর দেন মুখ্যমন্ত্রী। পরিবহন দফতর সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর এই নির্দেশ যত তাড়াতাড়ি সম্ভব তারা পালন করতে চলেছেন। পরিবহন দফতর সূত্রে আরও খবর, বাস চালিয়ে যে টাকা তাদের আয় হয় তার বেশিরভাগটাই খরচ হয়ে যায় কর্মিদের বেতন দিতে। এরপর রয়েছে তেলের খরচ। তেলের দাম বৃদ্ধির ফলে যা গত কয়েক বছরে বেড়েছে প্রায় দেড় থেকে দুই গুণ। রয়েছে অন্যান্য আনুষঙ্গিক খরচও। ফলে সরকারের সাবসিডির উপরে অনেকটাই নির্ভর করে থাকতে হয় পরিবহন দফতরকে। এই নির্ভরতা কমানোর এখনই কোনো আশু সমাধান না হলেও, বাসের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে সাধারণ মানুষের সমস্যা কিছুটা যাতে দুর করা যায়, আপাতত মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই দিকেই নজর পরিবহন দফতরের। মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে হওয়া এদিনের বৈঠকে ছিলেন পরিবহন দফতরের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, প্রতিমন্ত্রী দীলিপ মন্ডল, মুখ্যসচিব বি পি গোপালিকা সহ পরিবহন দফতরের সচিব,পরিবেশ দফতরের সচিব প্রমুখ। বৈঠকে বেসরকারি বাসের ভাড়া নিয়ে তেমন কোনো আলোচনা না হলেও সরকারি বাসের ভাড়া যে এই মুহূর্তে বাড়ছে না, তা নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত এক আধিকারিক।