ঝাড়খণ্ডের ছাড়া জলে রাজ্যের বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বন্যার আশঙ্কায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-এর (Hemant Soren) সঙ্গে কথা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন বাংলার বন্যা পরিস্থিতি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- শনিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি-র দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। আর রবিবার দুপুর নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) স্বয়ং ফোন করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কে। এদিন এক্স হ্যান্ডেলে পোষ্ট করে মুখ্যমন্ত্রী জানান, “ঝাড়খণ্ডের তেনুঘাট জলাধার থেকে লাগাতার জল ছাড়ার ফলে বাংলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হতে শুরু করেছে । এই নিয়ে আমি হেমন্ত সোরেনের সঙ্গে আলোচনা করেছি।” মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “ঝাড়খণ্ডের জল বাংলাকে প্লাবিত করছে। যা ‘ম্যানমেড’! তাই আমি ওঁকে (হেমন্ত সোরেন) বিষয়টি নজর রাখতে অনুরোধ করেছি।”
বন্যা পরিস্থিতির সম্মুখীন হওয়ায় সম্পুর্ন পরিস্থিতির দিকে তিনি নজর রেখেছেন জানিয়ে রাজ্যের দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন বলে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমি ডিএমদের বিশেষভাবে সতর্ক থাকতে বলেছি এবং আগামী ৩-৪ দিনের মধ্যে বিপর্যয় পরিস্থিতির যথাযথ নজর নিতে বলেছি। কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছি।”