Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • আন্দোলনকারী চিকিৎসকদের চিঠি মুখ্যসচিবের। বৃহস্পতিবার বিকেল ৫টায় বৈঠক। ১৫ জন প্রতিনিধি বৈঠকে যোগ দিতে পারবেন। সরাসরি সম্প্রচার নয়। তবে রেকর্ড করা হবে। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। চিঠিতে জানান মুখ্যসচিব।
  • সুদীপ্ত রায়ের নার্সিংহোম ও বাড়িতে সিবিআই। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়। আরজি কর হত্যাকাণ্ড মামলায় এই তল্লাশি।
  • আরজি করে বোমাতঙ্ক। পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার জলের বোতল, কোল্ড ড্রিঙ্ক, খাবারের প্যাকেট।
  • আইএমএ জলপাইগুড়ি শাখা থেকে বহিষ্কার ডা. সুশান্ত রায়। সুশান্ত রায়ের পুত্রকেও বহিষ্কারের সিদ্ধান্ত। সিদ্ধান্ত আইএমএর জলপাইগুড়ি শাখার। ভাঙা হল সুশান্তের নেতৃত্বাধীন আইএমএ কমিটি।
  • পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে-এর বিতর্কিত পোস্ট। বিভাগীয় তদন্তের নির্দেশ লালবাজারের।
  • জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কর্মবিরতির হুঁশিয়ারি। হুঁশিয়ারি সিনিয়র চিকিৎসকদের।
  • নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মানিক ভট্টাচার্যের। চার শর্তে জামিন হাইকোর্টের। ২০২২ সালের ১১ অগাস্ট গ্রেফতার হন মানিক ভট্টাচার্য।
  • একাধিক সন্দীপ ঘনিষ্ঠের বাড়িতে ইডি তল্লাশি। কালিন্দী হাউজিং এস্টেটে মেডিক্যাল সরঞ্জাম কোম্পানিতে ইডি তল্লাশি। টালায় ব্যবসায়ী চন্দন লৌহের বাড়িতে অভিযান।
  • নিউটাউনে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডি তল্লাশি। ১৫ অগাস্ট এই বাড়িতেই নোটিস দিয়েছিল সিবিআই।
  • ২ রাত পেরিয়েও স্বাস্থ্যভবনের সামনে জারি আন্দোলন। একাধিক স্লোগানে মুখরিত স্বাস্থ্যভবন চত্ত্বর।
  • পুলিশের অনুমতি ছাড়া কোনও মিটিং-মিছিল নয়। সাধারণ মানুষের কথা মাথায় রেখে সিদ্ধান্ত লালবাজারের। তবে মিটিং-মিছিলে বাধা নয়। প্রত্যেক থানাকে নির্দেশ লালবাজারের।
  • বর্ধমান মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের জের। পদত্যাগ করলেন ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স তাপস ঘোষ। প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র জমা। থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগে ১৬ জন পড়ুয়াকে বহিষ্কার।
  • সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর। ১৬ সেপ্টেম্বর সিবিআইকে রিপোর্ট জমার নির্দেশ।
  • New Date  
  • New Time  
বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তায় প্রশ্ন

12
August 2024

বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তায় প্রশ্ন

রিয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ উত্তপ্ত বাংলাদেশ। হাসিনা সরকারের পতন ও তারপর অন্তর্বর্তী নতুন সরকার গঠনের পরও সেই অশান্তি কমছে না। নতুন সরকার গঠনের আগে থেকেই আক্রমণের মুখে পড়েছে সংখ্যালঘু হিন্দুরা। আজও তা অব্যাহত। এই হামলা বন্ধের পাশাপাশি শান্তি ফেরানোর দাবিতে পথে নামেছে সংখ্যালঘু হিন্দুরা। শনিবার ঢাকা ও চট্টগ্রামের রাস্তায় হাজার হাজার হিন্দু নেমে প্রতিবাদ করেন। বাংলাদেশে অচলাবস্থার জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত সেখানকার হিন্দুরা। মন্দিরের পাশাপাশি বাড়িতেও হামলা চালানো হয়েছে। কোনও কোনও সংখ্যালঘুদের হত্য়া করা হচ্ছে বলেও অভিযোগ।
যতদিন যাচ্ছে ক্রমশ হিন্দুদের উপর অত্যাচার বেড়ে চলেছে
পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের হিন্দুদের সংখ্যা অনেকটাই কম। তথ্য় অনুযায়ী, বাংলাদেশে হিন্দুদের মোট জনসংখ্যা প্রায় ৭.৯৭ শতাংশ। বাংলাদেশে মোট জনসংখ্যা প্রায় ১৭ কোটি। অথার্ত হিন্দু বসবাস করেন ১.৩৫ কোটি। কিন্তু এমন অনেক এলাকা আছে যেখানে হিন্দুদের জনসংখ্য়া প্রায় ২০ শতাংশ বলে জানা গিয়েছে। তবে ক্রমাগত হামলার ফলে হিন্দুদের জনসংখ্যার উপর প্রভাব পড়েছে।
১৯৫১ সালে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল প্রায় ২২ শতাংশ। এরপর থেকে হিন্দুদের সংখ্যা ক্রমশ কমতে থাকে। সূত্র মারফত জানা যাচ্ছে, জামাতের মতো সংগঠমগুলো হিন্দুদের উপর নির্মম অত্যাচার করে চলেছে। যার কারণে বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন। ১৯৮৮ সালে ইসলামিক দেশ হিসেবে ঘোষণা করে বাংলাদেশ। ফলে বহু হিন্দু সেই সময় বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়। ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশে অর্পিত সম্পত্তি আইন চালু ছিল। এর অর্থ দেশ ছেড়ে আসা সম্পত্তি দখল করার অধিকার ছিল সরকারের। এই আইনের খেসারত হিন্দুদের দিতে হয়। বাংলাদেশের প্রায় প্রতিটি হিন্দু পরিবার এই আইনের জন্য সঙ্কটে পড়েছিল। এই আইনে বর্তমানে কিছু সংশোধন করা হয়। তবে হিন্দুরা নিজেদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারেনি। ১৯৭১ সালে বাংলাদেশ থেকে ভারতে লাখ লাখ শরণার্থী এসেছিলেন। তারপর থেকে ভারতে বাংলাদেশি শরণার্থীদের নিয়ে বিভিন্ন দাবি উঠেছে।
২০০৪ সালে ইউপিএ সরকার দাবি করে, প্রায় ১২ লক্ষ বাংলাদেশের নাগরিক অবৈধভাবে ভারতে বসবাস করছে। ২০১৬ সালে সেই সংখ্যা বলা হয় ১৬ থেকে ২০ লক্ষ। ২০১৮ সালে প্রায় ৪০ লক্ষ বলে সরকারের তরফে দাবি করা হয়। এখন বাংলাদেশে এই অচলাবস্থার মধ্যে ফের হিন্দুরা সেই দেশ ছেড়ে পালিয়ে আসতে চাইছেন। ভারতে আসার কাতর আর্তি জানাচ্ছেন বাংলাদেশি হিন্দুরা। সম্প্রতি এমনই দৃশ্য দেখা গিয়েছে কোচবিহারে। এছাড়াও জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরেও এই একই দৃশ্য দেখা গিয়েছে। তবে প্রতি ক্ষেত্রেই সীমান্তে তাদের আটকেও দিচ্ছে বিএসএফ।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​