রিয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ গুগলকে টেক্কা দিতে এবার আসতে চলেছে নতুন সার্চ ইঞ্জিন। আধুনিক পদ্ধিতিতে সেই শূন্য স্থান পূরণ করল ওপেন এআই। চ্যাটজিপিটির আদলে তাঁরা লঞ্চ করতে চলেছে তাঁদের নতুন সার্চ ইঞ্জিন, যার নাম সার্চজিপিটি। খানিকটা চ্যাটজিপিটির আদলে বানানো হয়েছে এই সার্চ ইঞ্জিন। প্রস্ততকারক সংস্থার দাবি এই সার্চ ইঞ্জিন ইন্টারনেট থেকে রিয়েল টাইম ডেটা দেখানো হবে।
বাজারে আসছে নতুন এআই সার্চ ইঞ্জিন
স্যাম অল্টম্যান ওপেন এআই-এর সিইও জানিয়েছেন, ইউজার কিছু সার্চ করলে তাঁকে সাইটের লিঙ্ক-সহ সংক্ষিপ্ত বিবরণ দেবে সার্চজিপিটি। তার পরিপ্রেক্ষিতে ইউজার নিজের প্রশ্ন রাখতে পারবে। সার্চজিপিটি সেই প্রশ্ন অনুযায়ী তথ্য তুলে ধরবে ইউজারের কাছে। আপাতত সার্চ ইঞ্জিনটি পরীক্ষামূলক স্টেজে রয়েছে। মানুষের কাছে এর চাহিদা কতটা আছে তা জানতে পরীক্ষামূলকভাবে অল্প সংখ্যক কিছু ইউজার ও পাবলিশার্সদের জন্য এটি চালু করেছে। সংস্থার দাবি, সার্চজিপিটি থেকে প্রয়োজনে সরাসরি চ্যাটজিপিটিতে যাওয়া যাবে। তবে সেই পদ্ধতি এখনও যোগ করা হয়নি।
গুগলের কি রমরমা কমতে চলেছে ?
সার্চ ইঞ্জিন আসার ফলে গুগলের জন্য কিছু প্রতিযোগিতা অবশ্যই বাড়বে। তবে গুগলের ব্যবহারকারীর ভিত্তি যে একেবারেই শেষ হয়ে যাবে তা নয়। গুগলকে কিভাবে আরও আধুনিকীকরণ করা যায় সে দিকেও নজর রয়েছে গুগল কর্তৃপক্ষের। গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যেই বাজারে আরও অনেক সার্চ ইঞ্জিন রয়েছে। অনেকদিন ধরেই কৃ্ত্রিম বুদ্ধিমত্তা চালিত সার্চ ইঞ্জিন তৈরি নিয়ে কাজ করছে ওপেন এআই। এবার সেই পরিশ্রমের ফল আসতে চলেছে বাজারে। পিছিয়ে নেই গুগলও। কদিন আগেই ‘এ আই ওভারভিউ’ নামক একটি পদ্ধতি নিজেদের সার্চ ইঞ্জিনে যোগ করেছে গুগল। তাঁদের মতে, পুরানো চেহারা বদলে আরও বেশি ‘ইউজার-ফ্লেন্ডলি’ হওয়ার দিকে এগোতে পারে গুগল। তবে ওপেন এআই-এর দাবি সার্চজিপিটি সম্পূর্ণ রূপেই এআই দ্বারা পরিচালিত হবে।
গত ২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশ করেছিল চ্যাটজিপিটি (ChatGTP)। প্রথম থেকেই চমকে দিয়েছিল ওপেনএআই নির্মিত চ্যাটজিপিটি। খুব দ্রুতই সে মন জয় করেছে সকল ইউজারের। তবে এখনই উন্মুক্ত বাজারে লঞ্চ হয়নি নতুন এই সার্চ ইঞ্জিন। সব পরীক্ষায় সফল হলে তা খুব শীঘ্রই ভারত-সহ অন্যান্য দেশের আনা হবে।