প্রথমবর্ষের নবাগত ছাত্রদের জন্য আলাদা ছাত্রাবাসের পর এবার ব়্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার পথে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
নাজিয়া রহমান, সাংবাদিক: প্রথমবর্ষের নবাগত ছাত্রদের জন্য আলাদা ছাত্রাবাসের পর এবার ব়্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার পথে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অগস্ট মাসেই নদীয়া থেকে পড়তে আসা প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যু ঘটে বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের তিন তলা থেকে পড়ে। মৃত্যুর পিছনে বারবার ব়্যাগিং-এর তথ্য সামনে আসে। আর যাতে এই ধরণের অভিযোগ যাদবপুরে না ওঠে তাই একাধিক পদক্ষেপ নেওয়ার পথে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
চলতি বছর থেকে নবাগত অর্থাৎ স্নাতক প্রথম বর্ষের ছাত্রদের জন্য সম্পূর্ণ আলাদা হস্টেলের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ইউজিসির নিয়ম মেনেই এই এই ব্যবস্থা । ক্যাম্পাসের মধ্যেই ওল্ড পিজি ও নিউ ব্লক হস্টেলে থাকবে প্রথম বর্ষের ছাত্ররা। হস্টেলের ওয়ার্ডেন হিসেবে থাকবেন একজন অধ্যাপক। এছাড়াওবিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার আরও জোরদার করতে ব়্যাগিং নিয়েও নতুন সিদ্ধান্ত নেওয়ার পথে বিশ্ববিদ্যালয়। এতদিন অ্যান্টি ব়্যাগিং কমিটি এবং অ্যান্টি ব়্যাগিং স্কোয়াড থাকলেও এবার এই সংক্রান্ত বিষয়ে প্রতিনিয়ত পর্যবেক্ষণের জন্য অ্যান্টি ব়্যাগিং মনিটরিং কমিটি তৈরির পথে হাঁটছে কর্তৃপক্ষ। যা রাজ্যের শিক্ষাক্ষেত্রে বেনজির বলেই মনে করছেন শিক্ষকমহলের একাংশ। ক্যাম্পাস যেন ভয় মুক্ত হয় প্রতিটি ছাত্রছাত্রীর কাছে সেদিকে বিশেষ নজর দিতেই একাধিক পদক্ষেপের পথে কর্তৃপক্ষ। কর্তপক্ষের এই নয়া পদক্ষেপে খুশি পড়ুয়া থেকে অভিভাবক প্রত্যেকেই।