প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ঘেরাও। প্রায় ১০ ঘণ্টা পর পুলিশের সহযোগিতায় ঘেরাও মুক্ত হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য শান্তা দত্ত।
নাজিয়া রহমানের, সাংবাদিক: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ঘেরাও। প্রায় ১০ ঘণ্টা পর পুলিশের সহযোগিতায় ঘেরাও মুক্ত হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য শান্তা দত্ত।শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট বৈঠকের ডাক দেন উপাচার্য। সেই বৈঠক শুরুর আগেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল ছাত্র পরিষদ।উপাচার্যের ঘরের বাইরে তালা আটকে দিয়ে বিক্ষোভ দেখায় তারা। আন্দোলনকারীদের বক্তব্য, এই সিন্ডিকেট বৈঠক অবৈধ। বর্তমানে উপাচার্যের পদে নেই শান্তা দত্ত।কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই বৈঠকে সায় দেয়নি উচ্চ শিক্ষা দফতর । তাই সম্পূর্ণভাবে এই বৈঠক আইন বিরুদ্ধ বলে মত তাদের।
পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের আরও অভিযোগ, প্রায় এগারো মাস অতিক্রান্ত পিএইচডি পরীক্ষার ৷ যেসকল পডুয়া তৃণমূল ছাত্র পরিষদের সদস্য, তাদের পিএইচডি করার ফল এখনও প্রকাশ করা হয়নি। যদিও এ বিষয়ে কিছু বলেননি উপাচার্য। তাঁর কথায় সিন্ডিকেট বৈঠক হয়েছে। অধিকাংশ অধ্যাপকই এই বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠত সাড়ে তিনটের বদলে ৩টে ৪৫ মিনিট নাগাদ শুরু হয়েছে।
বৈঠক শুরুর আগে আন্দোলনে নামে টিএমসিপি (TMCP)। প্রথমে উপাচার্যের ঘরে তালা বন্ধ করে বিক্ষোভ দেখায় তারপর দ্বারভাঙ্গা বিল্ডিং পুরো তালা দিয়ে দেওয়া হয়। যাতে কোনওভাবেই বিশ্ববিদ্যালয়ের বাইরে উপাচার্য যেতে না পারেন। তবে মধ্যরাতে পুলিশি সহযোগিতায় ঘেরাও মুক্ত হন উপাচার্য শান্তা দত্ত।