অনুসূয়া দাস, প্রতিনিধিঃ নতুন সংসদ ভবন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প। হাজার বিরোধীতা সত্ত্বেও হাজার হাজার কোটি টাকা খরচে দিল্লিতে তৈরি করা হয় নতুন সংসদ ভবন। প্রতিটি কোণায় রয়েছে ভারতীয় শিল্পকলার নিদর্শন। সেই মোদী সরকারের সেন্ট্রাল ভিস্তা এখন প্রশ্নের মুখে।এক বছরেই কেন প্রশ্নের মুখে পড়তে হল স্বপ্নের প্রকল্প নতুন সংসদ ভবনকে?
দিল্লিতে চলছে অতিভারী বর্ষণ। ৩১ জুলাই বৃষ্টিতে জলমগ্ন রাজধানী। এরই মাঝে নতুন সংসদ ভবনের ছাদ চুঁইয়ে পড়ছে জল। দিল্লির বুকের উপর মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে নয়া ভবন। গত বছরের ২৮ মে ঘটা করে চলে উদ্বোধন পর্ব। এক বছর কাটতে না কাটতে ছাদ চুঁইয়ে পড়ছে জল। জনপ্রিয় সোশ্যাল মাধ্যম এক্স হ্যান্ডেলে সম্প্রতি এক ভিডিও পোস্ট করেন কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর। সেই ভিডিওতে দেখা যাচ্ছে নতুন সংসদের ছাদ চুঁইয়ে জল পড়ছে।
নিচে রাখা হয়েছে এক নীল বালতি। বৃষ্টির জলে ভিজে রয়েছে নতুন সংসদ ভবনের লবি। এই ভিডিওর প্রসঙ্গের সঙ্গে জোড়া হয়েছে নিট প্রসঙ্গ। সাংসদ লিখেছেন বাইরে পেপার লিকেজ, ভিতরে ওয়াটার লিকেজ। এখানেই শেষ নয়, তিনি দাবি করেন, একবছরেই সংসদ ভবনের এই পরিস্থিতি হলে. বোঝাই যাচ্ছে এই ভবন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় অক্ষম।
সমাজ মাধ্যমে ভিডিও পোস্টের পর নিন্দায় সরব তৃণমূলও। রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন বলেন, নতুন মোদী সরকারের সবেতেই লিক। পেপার লিক, ওয়াটার লিক, সিস্টেম লিক। এমনকী জনতার রায়েও লিক। তামিলনাড়ুর সাংসদ মণিকম ঠাকুর লোকসভা কংগ্রেসের হুইপ। তাঁর দাবি সংসদ ভবনের এই অবস্থায় সব দলের সাংসদদের নিয়ে এক বিশেষজ্ঞ কমিটি গঠন করা প্রয়োজন। যেটি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে। বিষয়টি তুলে ধরে লোকসভায় মুলতুবি প্রস্তাব আনার জন্য নোটিস দিয়েছেন তিনি। নোটিসে উল্লেখ করেন ওই বিশেষ দল সংসদ ভবনের ডিজাইন, নির্মাণ সামগ্রীর মান খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দেবে।তদন্তে যা উঠে আসবে, তা সাধারণ মানুষের সামনে তুলে আনার প্রস্তাবও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর আর এক সাধের নির্মাণ রামমন্দির। এর আগে রামমন্দিরের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিও প্রকাশ্যে আসে। নিন্দায় সরব হয় বিরোধীরা। যা নিয়ে কম অস্বস্তিতে পড়তে হয়নি কেন্দ্রীয় সরকারকে। সেই অস্বস্তির তালিকায় যোগ হল এবার সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ার প্রসঙ্গ।
আরও পড়ুন : শাড়ি পরেই ব্যাট হাতে লে-ছক্কা রুক্মিণী, উইকেটকিপার দেব