ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রমশ বিহার উত্তরপ্রদেশের দিকে এগোচ্ছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা বাংলায়। এই ত্রিফলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি লাগাতার বৃষ্টি বাংলায়। আজ বেলা বাড়লে বৃষ্টির প্রভাব কমবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। ঝাড়খন্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় পুরোপুরি ঝাড়খন্ড থেকে সরে যাবে এই নিম্নচাপ। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। অভিমুখ বিহার হয়ে উত্তর প্রদেশ। গয়া থেকে সত্তর কিলোমিটার দূরে রয়েছে গভীর নিম্নচাপ। ১৭০ কিলোমিটার দূরে রয়েছে ডালটনগঞ্জ থেকে।
পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তর রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত যেটি মধ্যপ্রদেশ এবং নিম্নচাপ এলাকার পর উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে।মৌসুমী অক্ষরেখা বিকানির ডামহো খাজুরাহো এর পর উত্তর ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে বাংলার বাঁকুড়া ও ক্যানিং হয়ে দক্ষিণ-পূর্ব হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আজ শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বেশি বৃষ্টি পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।
উত্তর বঙ্গের জেলা গুলিতে শনিবার ভারী বৃষ্টি উপরের পাঁচ জেলাতেই। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং এই তিন জেলাতে।
সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার জেলাতে।মঙ্গলবারেও উত্তরবঙ্গে কমলা সতর্কতা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা।
উত্তরবঙ্গের পার্বত্য জেলায় ভারী থেকে অতিবাহিত বৃষ্টি এবং প্রবল বৃষ্টির কারণে ধস নামতে পারে। পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমান্যতা কমবে। নদীর জল স্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।
প্রবল বৃষ্টির সম্ভাবনা ঝাড়খন্ড বিহার মধ্যপ্রদেশ গুজরাট মধ্য মহারাষ্ট্র তে। তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল কেরালা মাহে কর্নাটকেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কঙ্কন গোয়া গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ উত্তরাখন্ড হরিয়ানা চন্ডিগড় পাঞ্জাব উত্তর প্রদেশ জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মনিপুর মিজোরাম ত্রিপুরা এবং ওড়িশাতে।