মঙ্গলবার রাতেই মিলেছিল খুশির খবর। পদকও নিশ্চিত ছিল। বুধবার রাতে ফাইনালে নামারও কথা ছিল। সেইসঙ্গে স্বপ্নও দেখেছিল দেশ। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সব স্বপ্ন শেষ।
পৌষালী উকিল, প্রতিনিধি : মাত্র ১০০ গ্রাম ওজনে স্বপ্নভঙ্গ ! ফাইনালের দিন ওজন বাড়িয়ে সোনার পদক হাতছাড়া হল ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগতের। প্যারিস অলিম্পিক্সে পদকের দৌড় থেকে ছিটকে গেলেন তিনি। যাবতীয় স্পপ্ন ভেঙে চুরমার হয়ে গেল ভারতীয় কুস্তির অগ্নিকন্যার। ওজন ৫০ কেজির বেশি হয়ে যাওয়ায় ফাইনাল থেকে বাতিল করা হল তাঁকে। মাত্র ১০০ গ্রাম ওজন বেশী ছিল বিনেশের। সেটাই হল কাল। সামান্য ওজন বেড়ে যাওয়ায় নামতেই পারলেন না ময়দানে। ফলে সোনা, রুপো তো দূর; কোনও পদকই পেলেন না বিনেশ ফোগত।
আগের রাতে ৩ টি ম্যাচে জয়
প্রসঙ্গত, আগের রাতে কি প্যারিসে কী করেননি বিনেশ ফোগত? গত ১৮ মাস ধরে যাবতীয় যন্ত্রণা ও লাঞ্চনার জবাব কুস্তির ময়দানে দিয়েছিলেন তিনি। গত অলিম্পিক্সে সোনাজয়ী, বিশ্বের এক নম্বরকে ধরাশায়ী করেছিলেন তিনি। যা সারাবিশ্বকে চমকে দিয়েছিল। ৩ টি ম্যাচে জিতে সেদিন ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ফোগত।
কীভাবে বাতিল হলেন বিনেশ ফোগত?
প্রশ্ন উঠছে, এতকিছুর পরও ফাইনালে গিয়ে কীভাবে বাতিল হলেন বিনেশ ফোগত? ভারতীয় অলিম্পিক সংস্থার তরফে জানানো হয়েছে, ওজন বেশি হওয়ায় বাতিল করা হয়েছে বিনেশকে। যিনি এবারের অলিম্পিক্সে নেমেছিলেন ৫০ কেজি বিভাগে। এমনিতে কেরিয়ারে বরাবর ৫৩ কেজি বিভাগে লড়াই করেছেন বিনেশ। তবে অলিম্পিক্সের যোগ্যতা অর্জনকারী পর্বে অন্তিম পাংহাল ৫৩ কেজি বিভাগের যোগ্যতা পাওয়ায় তিনিই প্যারিসে সেই বিভাগে নামছেন। অলিম্পিক্সে নামার জন্য বিনেশের একমাত্র দরজা খোলা ছিল ৫০ কেজি বিভাগ। সেই মতো শরীরের ওজন কমিয়ে ৫০ কেজি বিভাগে অবাছাই হিসাবে নেমেছিলেন বিনেশ। মঙ্গলবার তিনটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিলেন। নিশ্চিত হয়ে গিয়েছিল পদক। ফাইনালে বিনেশের খেলার কথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সারা অ্যান হিলড্রেব্রানটের বিরুদ্ধে। ভারতীয় সময় বুধবার রাত ১২.৩০-এ (ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার) ছিল সেই ম্যাচ। কিন্তু আচমকাই ছন্দপতন।
ফাইনাল ম্যাচের সকালেই দুঃসংবাদ
বুধবার বেলা বারোটা নাগাদ জানা যায় দুঃসংবাদ। জানা গিয়েছে, এদিন সকালে নিয়মমাফিক ওজন মাপার সময় দেখা যায়, বিনেশের ওজন নির্ধারিত ৫০ কেজি থেকে প্রায় ১০০ গ্রাম বেশি। জানা গিয়েছে, যেহেতু তাঁর ফাইনাল ম্যাচে বেশ কয়েক ঘণ্টা বাকি ছিল, তাই ভারতীয় শিবিরের তরফে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির কাছে সময় চেয়ে আবেদন করা হয়। আর্জি জানানো হয়েছিল, বিনেশকে কয়েক ঘণ্টা বাড়তি সময় দেওয়া হোক, যাতে তার মধ্যে বিনেশ বাড়তি ওজন ঝরিয়ে ফেলতে পারেন। কিন্তু দুঃখের বিষয়, সেই দাবি নাকচ করে দেওয়া হয়। ফলে মঙ্গলবার তিনটি ম্যাচ জিতেও তার কোনও গুরুত্বই থাকল না। ৩ বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পরও ‘ওভারওয়েট’-ই পদক জয়ে অন্তরায় হয়ে দাঁড়াল ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগতের কাছে।