Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • নয় রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, ডিজির সঙ্গে ভার্চুয়াল বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্তবর্তী রাজ্যেগুলির সঙ্গে বৈঠক।
  • ‘অপারেশন সিঁন্দুরের পরে সেনাকে কুর্নিশ গম্ভীর-সচিনের। ‘আমরা ঐক্যে নির্ভীক এবং শক্তিতে অসীম। পৃথিবীতে সন্ত্রাসবাদের কোন স্থান নেই। জয় হিন্দ।’ পোস্ট সচিনের। ‘জয় হিন্দ’ লিখে পোস্ট গম্ভীরের।
  • দেশের ১৬টি বিমানবন্দরে আপাতত বিমান ওঠানামা বন্ধ। লেহ, শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগড়, সিমলা, জয়সলমীর, রাজকোট, পোরবন্দর বিমানবন্দরে নোটাম জারি। 
  • রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার সকাল ১১টায় সর্বদল বৈঠকের ডাক। 
  • ২০২৬ থেকে সেমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তৃতীয় সেমেস্টার শুরু হবে চলতি বছরের ৮ সেপ্টেম্বর। শেষ হবে ২২ সেপ্টেম্বর। চতুর্থ সেমেস্টার ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
  • পঞ্চম স্থানাধিকারী ৬ জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯৩।
  • চতুর্থ স্থানাধিকারী সৃজিতা গোস্বামী। প্রাপ্ত নম্বর ৪৯৪ । সোনামুখী গার্লস হাই স্কুলের ছাত্রী সৃজিতা।
  • তৃতীয় স্থানাধিকারীর রাজর্ষি অধিকারি। প্রাপ্ত নম্বর ৪৯৫। আরামবাগ হাই স্কুলের ছাত্র রাজর্ষি।
  • দ্বিতীয় স্থানে তুষার দেবনাথ। প্রাপ্ত নম্বর ৪৯৬। বক্সিরহাট হাই স্কুলের ছাত্র তুষার।
  • উচ্চ মাধ্যমিকে প্রথম রূপায়ন পাল। প্রাপ্ত নম্বর ৪৯৭ । বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র।
  • উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় মোট ৭২ জন কৃতী রয়েছেন। ছাত্রদের পাশের হার ৯২.৩ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৮.১৩ শতাংশ।
  • উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৩ পড়ুয়া। অষ্টম স্থানে অদৃজ গুপ্ত ও রাফিত ইসলাম। নবম স্থানে অনীশ বাড়ুই।
  • মেধাতালিকায় সবচেয়ে বেশি পড়ুয়া হুগলি থেকে। এই জেলা থেকে ১৪ জন মেধাতালিকায়। দক্ষিণ ২৪ পরগনা থেকে ৭ জন। পূর্ব মেদিনীপুর থেকে ৪, কলকাতা থেকে ৪ জন মেধাতালিকায়।
  • পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৫.৭৪ শতাংশ। দ্বিতীয় উত্তর ২৪ পরগণা, তৃতীয় কলকাতা, চতুর্থ দক্ষিণ ২৪ পরগনা। পঞ্চম স্থানে পশ্চিম মেদিনীপুর জেলা।
  • উচ্চমাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ। গতবারের থেকে বেড়েছে পাশের হার।
  • প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। পরীক্ষার ৫০ দিনের মাথায় ফলপ্রকাশ। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের মার্কশিট পাবেন পরীক্ষার্থীরা।
  • ‘অপারেশন সিঁদুরে’ মাসুদ আজহারের পুরো পরিবার শেষ। মাসুদ আজহারের পরিবারের ১৪ জনই খতম। বহাওয়ালপুরে মাসুদের আস্তানায় পরপর ৪টি মিসাইল হানা।
  • ইউরোপ সফর বাতিল প্রধানমন্ত্রীর। ক্রোয়েশিয়া, নেদারল্যান্ড, নরওয়ে সফর বাতিল। ‘অপারেশন সিঁদুরে’র পরই সফর বাতিল নরেন্দ্র মোদীর।
  • ১০ মে পর্যন্ত সমস্ত উড়ান বন্ধ অমৃতসর বিমানবন্দরে। বর্তমানে অমৃতসর বিমানবন্দর বায়ুসেনার নিয়ন্ত্রণে।
  • ‘অপারেশন সিঁদুর’-কে সমর্থন ইজরায়েলের। ‘ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইজরায়েল।’ পোস্ট ইজরায়েলের রাষ্ট্রদূতের।
  • জম্মু-কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট জারি। সীমান্ত থেকে সাধারণ নাগরিকদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার।
  • সীমান্তে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ পাক সেনার। পুঞ্চ ও রাজৌরি সীমান্তে গোলাবর্ষণে মৃত ১০ জন সাধারণ নাগরিক। জখম ৩০ জন।
  • সন্ত্রাসবাদে মদত দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে পাকিস্তানের। পাকিস্তান জঙ্গিদের কাছে স্বর্গরাজ্য : বিদেশ সচিব বিক্রম মিশ্রি।
  • ৯টি জঙ্গিঘাঁটিকে নিশানা করা হয়েছে। সেগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কোনও সাধারণ নাগরিকের কোনও ক্ষতি করা হয়নি। পাকিস্তানের সেনাঘাঁটিতে হামলা চালানো হয়নি : কর্নেল সোফিয়া কুরেশি।
  • ভারতের বিরুদ্ধে আরও হামলা হতে পারে গোয়েন্দা রিপোর্টে প্রকাশ : বিদেশ সচিব
  • TRF-এর দায় স্বীকারেই পাক যোগ স্পষ্ট হয়ে যায় : বিদেশ সচিব
  • জম্মু-কাশ্মীরের শান্ত পরিস্থিতি ও পর্যটনকে চরম ক্ষতিগ্রস্থ করতেই পহেলগাম হামলা : বিদেশ সচিব
  • নৃশংসভাবে পরিবারের সামনে সদস্যদের গুলি করে মারা হয়েছে এবং তাঁদের বলা হয়েছিল যাও গিয়ে এই বার্তা দাও: বিদেশ সচিব
  • ‘অপারেশন সিন্দুর’-এ ভারতীয় সেনাকে অভিনন্দন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ‘নিরীহ ভাইদের মৃত্যুর বদলা নিল ভারতীয় সেনা। আমাদের সশস্ত্র বাহিনীর উপর গর্বিত। ভারতের উপর যে কোনও হামলার উপযুক্ত জবাব দেবে মোদী সরকার।’ পোস্ট অমিত শাহর।
  • পহেলগাম হামলার বদলায় সেনার ‘অপারেশন সিন্দুর’-এ শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  • সন্ত্রাসবাদ নিয়ে ‘নো টলারেন্স’ : জয়শঙ্কর। বিশ্বকে বার্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের।
  • ‘অপারেশন সিন্দুর’-কে সাধুবাদ। সেনাকে অভিবাদন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর।
  • পহেলগাম হামলার বদলায় জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার প্রত্যাঘাত। রাতভর অপারেশনে নিজে নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • বন্ধ করে দেওয়া হলো উত্তর ভারতের একাধিক বিমানবন্দর। পাকিস্তানে হামলার পরেই বন্ধ করে দেওয়া হয়েছে ধরমশালা, লে, জম্মু, শ্রীনগর  এবং অমৃতসর বিমান বন্দর।
  • যেখানে যত জঙ্গি আস্তানা আছে, সব উড়িয়ে দেওয়া দরকার। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলার পরে মন্তব্য লেখিকা তসলিমা নাসরিনের। 
  • পাকিস্তানের উপর হামলাকে স্বাগত জানালেন মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসি। ‘পাকিস্তানের জঙ্গি পরিকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে। জয় হিন্দ।’ পোস্ট মিম প্রধানের।
  • পাকিস্তানের একাধিক জায়গায় মিসাইল অ্যাটাক ভারতের। পাক-পাঞ্জাবের পুূর্ব ভাওয়ালপুরে হামলা। কোটলি এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে হামলা।
  • New Date  
  • New Time  
আতঙ্কের ওপর নাম ‘চিকেন নেক’…

29
August 2024

আতঙ্কের ওপর নাম ‘চিকেন নেক’…

পৌষালী উকিল, নিজস্ব প্রতিনিধিঃ ভারতের মুরগির গলাকে ঘিরে রেখেছে ভারতের ৭ বোন। তবুও কেন টুঁটি চিপে ধরার আশঙ্কা ? কেই বা চেপে ধরতে চাইছে টুঁটি ? চিকেনের গলায় কোপ দিতে পারে কে? সেই সব উত্তরই রয়েছে এই প্রতিবেদনে।
চিকেন নেক
চিকেন নেক বা মুরগির গলা। কী সেটি? বাস্তবে এটি চিকেন না হলেও দেখতে অবিকল চিকেনের মতোই। যা খাওয়ার লোভ সামলাতে পারছে না ভারতের শত্রু দেশগুলি। কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ এই চিকেন নেক ?
চিকেন নেকের গুরুত্ব
শিলিগুড়ি করিডোর। এই জায়গাটিকেই মূলত চিকেন নেক বলা হয়। একে দোধারী তলোয়ার, অ্যাকিলিস হিল, বা গোড়ালি হিসেবেও ডাকা হয়। ভৌগলিক অবস্থানের গুরুত্ব এবং ভারতের আভ্যন্তরীণ যোগাযোগ, নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোরকে এতগুলি নামে অভিহিত করা হয়। বর্তমানে যা নিয়ে আলোচনা তুঙ্গে। বিশেষ করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার মহম্মদ ইউনুস আসার পর থেকেই এই আলোচনা অগ্নিগর্ভ পরিস্থিতি জিইয়ে রাখতে ঘৃতাহুতি দিয়েছে। প্রশ্ন উঠেছে ভারত কি আগ্রাসন চালাবে বহু আলোচিত এই চিকেন নেক নিয়ে, নাকি ভারতের এই চিকেন নেকের টুঁটি চেপে ধরবে কেউ?
চিকেন নেকের ভৌগোলিক অবস্থান।

বাংলাদেশে ও নেরালের মধ্যবর্তী একটি অঞ্চল হল শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। যার দৈর্ঘ্য প্রায় ৬০ কিলোমিটার। প্রস্থ প্রায় ২২ কিলোমিটার। মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত। যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো। কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থলভাগবেষ্টিত। এর আশেপাশে নেই কোনও সমুদ্র। তবে এই চিকেন নেকের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে ভারতের সেভেন সিস্টার।

সেভেন সিস্টারস কারা ?
মোট ২৮টি প্রদেশের মধ্যে উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত ৭ টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। এগুলি হল, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড। অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে। ফলে চিকেন নেক দিয়েই এই ৭ বোনের ওপর নজর রাখে ভারত। কারণ ভৌগোলিকভাবে এই সেভেন সিস্টারস এমন অবস্থানে রয়েছে যে ভারত চাইলেই নৌপথে কিংবা অন্য কোনও উপায়ে যোগাযোগ করতে পারবে না। সেক্ষেত্রে একমাত্র পথ হল এই শিলিগুড়ি করিডোর। এই সেভেন সিস্টারসের ভূমিকা বারবারই দেখা গিয়েছে বেশ প্রতিবাদী এরা। ভারত থেকে আলাদা হয়ে পৃথক রাষ্ট্র গড়ার দাবি এদের। তাই বছরের বেশিরভাগ সময়ই এইসব জায়গা উতপ্ত হয়ে থাকে স্বাধীনতার জন্য আন্দোলন ও সংগ্রামে। যদিও ভারত সর্বদাই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের ঘাড়ে বসে নজরদারি চালাতে থাকে এই ৭ বোনের ওপর।

হুঁশিয়ারির মুখে সেভেন সিস্টারস
সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসও তাঁর বক্তব্যে এই সেভেন সিস্টারসের কথা বলেন। তিনি হুঁশিয়ারির সুরে বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ভারত, মায়ানমার ও সেভেন সিস্টারস কারও জন্যই ব্যাপারটা সুখকর হবে না।
আপনি জানলে অবাক হবেন, ২০১৭ সালে চিন ভারতের এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরক দখলে আনতে চেয়েছিল। যদি সেই পরিকল্পনায় চিন সফল হতো, তাহলে ভারতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা যেত। যার ফলে সেভেন সিস্টারসের কোনও কোনও রাজ্য ভারতের হাতছাড়া পর্যন্ত হতে পারত। ফলস্বরূপ ভারতকে বাঁচিয়ে রাখা এই ৭ বোনের জোর কমে যেত আরও। নিরপত্তাহীনতায় ভুগতে হত ভারতকে। তবে সেই চাপ দেওয়ার চেষ্টা যে আবারও করবে না চিন, এমনটা ভাবা ভুল।

চিকেন নেকের বিকল্প ?
এখন প্রশ্ন হচ্ছে, এইভাবে আশঙ্কায়-আতঙ্কে আর কতদিন? চিকেন নেকের বিকল্প পথ কি হয় না? অবশ্যই সেই সমস্যার সমাধানেও সচেষ্ট হচ্ছে ভারত সরকার। যেমন- আগরতলা-আখাউড়া রেলপথ, তেঁতুলিয়া করিডোর, ফেনি নদীতে মৈত্রী সেতু এবং কালাদান মাল্টি-মডেল প্রজেক্ট। এই সব প্রকল্প বাস্তবায়িত হলেই মিলবে বিকল্প পথ। কিন্তু যতদিন না হয়, ততদিন মুরগির ঘাড়ে ঝুলে থাকবে বিপদ।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​