Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • সিঁদুর মোছার যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলবেই। ব্রহ্মস-এর নতুন ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
  • ‘আগ্রাসন থামানোর প্রয়োজনীয়তা বুঝতে পারার জন্য ভারত-পাকিস্তানকে শুভেচ্ছা। তারা যে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে, তা প্রশংসনীয়।’পোস্ট ডোনাল্ড ট্রাম্পের।
  • অপারেশন সিঁদুর এখনও জারি রয়েছে। জানান হল বায়ুসেনার তরফে। বায়ুসেনা সফল ভাবে দায়িত্ব পালন করে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। পোস্ট বায়ুসেনার।
  • অমৃতসর থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র ও আরডিএক্স। পঞ্জাব পুলিশ ও বিএসএফ যৌথ তল্লাশিতে উদ্ধার ২.৭ কেজি বিস্ফোরক, ২টি হ্যান্ড গ্রেনেড, ২ টি ডিটোনেটর, ২টো পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং আইইডি সার্কিট।
  • থমথমে পরিবেশে স্বাভাবিকের পথে জম্মু-কাশ্মীর। চলছে তল্লাশি আতঙ্কিত স্থানীয়রা।
  • সালাল বাঁধের জল ছাড়ল ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ার পর থেকে এই বাঁধ বন্ধ ছিল। বিগত দুইদিন ধরে বাঁধ থেকে জল ছাড়ছে ভারত।
  • পাকিস্তানকে ‘স্বীকৃত ভিখারি’ বলে কটাক্ষ মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসির। আইএমএফ থেকে ১ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য পাচ্ছে পাকিস্তান।
  • সংঘর্ষবিরতি ভেঙেছে পাকিস্তান। দায় তাদের। পরিস্থিতির গুরুত্ব বুঝে দায়িত্বশীল আচরণ করুক পাকিস্তান। রাতে সাংবাদিক বৈঠকে মন্তব্য বিদেশসচিবের।
  • শুক্রবার সকালে এয়ার সাইরেন বাজানো হল চণ্ডীগড়ে। বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ।
  • জম্মু ও কাশ্মীরে সাম্বা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা জঙ্গিদের। কমপক্ষে ৭ জইশ-ই-মহম্মদ জঙ্গির মৃত্যু।
  • জলযুদ্ধে আরও একধাপ এগোল ভারত। ভারতের হাতে এল নতুন যুদ্ধ জাহাজ আইএনএস আর্নালা। সাবমেরিনের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম আর্নালা।
  • ভারত-পাক যুদ্ধ আবহে সতর্কতা। হাই অ্যালার্ট জারি কলকাতা বিমানবন্দরে।
  • বন্ধ পঞ্জাবের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তিন দিনের জন্য বন্ধ। ছুটি বাতিল হয়েছে পুলিশকর্মীদের।
  • যুদ্ধ পরিস্থিতিতে ধাক্কা শেয়ার বাজারে। বাজার খুলতেই ৬০০ পয়েন্ট পতন সেনসেক্সের। পতন নিফটিরও।
  • নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার গুলি ও বোমা বর্ষণ পাকিস্তানের। ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর।
  • ড্রোন হামলা ব্যর্থ হতেই নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী শেলিং শুরু করে পাকিস্তান। অব্যাহত গুলিবর্ষণ ও শেলিং।
  • জম্মুতে ড্রোন হামলায় কী ক্ষতি হয়েছে পরিদর্শনে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বৃহস্পতিবার রাতে পাক সেনা ড্রোন হামলা চালায় জম্মু শহর এবং আশেপাশের এলাকায়।
  • ভারত-পাক লড়াইয়ে হস্তক্ষেপ করবে না আমেরিকা। জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
  • জম্মু ও কাশ্মীরের সীমান্ত দিয়ে ফের অনুপ্রবেশের চেষ্টা। গুলিতে জবাব ভারতীয় সেনার। সাম্বা আন্তর্জাতিক সীমান্তে সাফল্য সেনার।
  • New Date  
  • New Time  
রাজ্যে কি কর্মসংস্থান কম ! কত শ্রমিক বাইরের রাজ্যে গিয়েছে, বাইরের রাজ্য থেকে কত‌ই বা এসেছে এ রাজ্যে ! কি বলছে রাজ্য

2
August 2024

রাজ্যে কি কর্মসংস্থান কম ! কত শ্রমিক বাইরের রাজ্যে গিয়েছে, বাইরের রাজ্য থেকে কত‌ই বা এসেছে এ রাজ্যে ! কি বলছে রাজ্য

বছর কয়েক আগে কোভিডের সময় নতুন একটি শব্দবন্ধ প্রথম শোনা যায়। পরিযায়ী শ্রমিক। অর্থাৎ এক রাজ্যের মানুষ যখন অন্য রাজ্যে গিয়ে কায়িক শ্রমের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করেন, তাদের উদ্দেশ্যে এই পরিযায়ী শ্রমিক শব্দটি ব্যবহার করা হয়। সেই সময়েই জানা গিয়েছিলো আমাদের রাজ্য থেকে এমন প্রচুর পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে যান কিছু রোজগারের আশায়। বৃহস্পতিবার জানা গেল আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের এমন পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ২১ লক্ষের কিছু বেশি।

সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- রাজ্যের কত মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে গিয়েছেন ? রাজ্য বিধানসভায় আইএস‌এফ বিধায়ক ন‌ওসাদ সিদ্দিকীর এই প্রশ্নের উত্তরে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক লিখিত উত্তর দিয়েছেন। সেই উত্তর অনুযায়ী ৩১ মে’২০২৪ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকের সংখ্যা হল ২১ লক্ষ ৫৯ হাজার ৭৩৭ জন। তবে আমাদের রাজ্য থেকে যেমন ভিন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকের সংখ্যা এত বেশি ঠিক তেমনি বিধায়ক ন‌ওশাদ সিদ্দিকির করা অতিরিক্ত প্রশ্নের উত্তরে মন্ত্রী মলয় ঘটক জানান, ভিন রাজ্য থেকে এরাজ্যে আসা পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ১ কোটি।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২০২৩ সালের ১৬ মে পরিযায়ী শ্রমিকদের প্রকৃত অবস্থান জানার জন্য এবং পরিযায়ী শ্রমিকদের সহায়তা করার জন্য ‘পরিযায়ী শ্রমিক কল্যান প্রকল্প’ নামে একটি সরকারি প্রকল্পের সূচনা করা হয়। এমনকি ২৮ জুলাই’২০২৩ তারিখে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হয়। এই প্রকল্পের মাধ্যমে সরকারি খাতায় নথিভুক্ত যে কোনো পরিযায়ী শ্রমিকের স্বাভাবিক মৃত্যুতে ৫০ হাজার টাকা, দুর্ঘটনা জনিত মৃত্যুতে ২ লক্ষ টাকা, ভিন রাজ্য থেকে মৃতদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য এককালীন ২৫ হাজার টাকা দেওয়া সহ আরও বেশকিছু সহায়তা প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য এইসব সুযোগ সুবিধা তৈরি করার পাশাপাশি বিভিন্ন সময় আবেদন করেছেন যেন এ রাজ্যের মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে না গিয়ে এরাজ্যেই কাজ করেন। তবে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ও সাহায্য প্রদান করার পরেও গত এক বছরে রাজ্যের পোর্টালে নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের সংখ্যা চমকপ্রদ।
রাজ্যের ২৩ টি জেলার মধ্যে।

কোন জেলা থেকে কত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে রয়েছে ?
১) আলিপুরদুয়ার-১৫,২৯৬
২) বাঁকুড়া-৩৮,০৭৪
৩) বীরভূম-৯৪,১৯৪
৪) কোচবিহার-১,৪৪,৫৫
৫) দক্ষিণ দিনাজপুর-২৭,৯২৯
৬) দার্জিলিং-৯,৯৩৬
৭) হুগলী-৬০,৮৩৭
৮) হাওড়া-৫৮,৯৭৪
৯) জলপাইগুড়ি-৩০,২৯০
১০) ঝাড়গ্রাম-১০,৪৭৩
১১) কালিম্পং-৩,৪০৯
১২) কলকাতা-২৭৭
১৩) মালদহ-২,৬৯,৬৮৭
১৪) মুর্শিদাবাদ-৩,৬৬,৩৩৮
১৫) নদীয়া-১,৫৯,৭৪১
১৬) উঃ ২৪ পরগনা-১,২৬,৪৬০
১৭) পশ্চিম বর্ধমান-৩,৭৫২
১৮) পশ্চিম মেদিনীপুর-১,৬৭,২৪২
১৯) পূর্ব বর্ধমান-১,১০,৯১১
২০) পূর্ব মেদিনীপুর-১,৫৫,৬৩৪
২১) পুরুলিয়া-৪৬,৫৭৯
২২) দক্ষিণ ২৪ পরগনা-১,৩৯,৬৩৯
২৩) উত্তর দিনাজপুর-১,১৯,৫১০

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​