সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সারা রাত সেখানেই ছিলেন তারা। আর তাদের পাশে বিভিন্ন ভাবে থেকে তাদের সমর্থন করলেন সাধারণ মানুষ।
কলকাতা এইরকম আন্দোলন আগে দেখনি।।নির্যাতিতার বিচারের দাবিতে চলা আন্দোলন,মানবতারও নজির গড়লো। সবাই বলছেন ইতিহাসের পাতায় লেখা থাকবে এই আন্দোলন। পরবর্তী প্রজন্ম এই আন্দোলন থেকে শিখবে কিভাবে মেরুদণ্ড সোজা রাখতে হয়। সমাজের সব স্তরের মানুষ খাবার, জল নিয়ে আসছেন জুনিয়র চিকিৎসকদের জন্য।।
গতকাল রাত থেকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের বিচারের দাবিতে চলা ধর্নাতে,অগুনতি মানুষ দূর দূরান্ত থেকে,খাবার নিয়ে আসছে, জুনিয়র চিকিৎসকদের জন্য।কেউ পাউরুটি তো কলা, ডিম, জল, ORS নিয়ে আসছেন।। এমনও দেখা যাচ্ছে অনলাইন ডেলিভারি বয়রা খাবার দিয়ে যাচ্ছে কিন্তু সেই খাবার এখানে কোন আন্দোলনকারী অর্ডার করেনি। নিজের পরিচয় গোপন রেখেও প্রচুর মানুষ জুনিয়র চিকিৎসকদের জন্য অনলাইনে খাবার পাঠাচ্ছে।। সাধারণ মানুষও সামিল হয়েছে এই ধর্নাতে জুনিয়র ডাক্তারদের সাথে।
রাতের খাবারের ব্যবস্থা করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের তরফেও ৷ তাদের তরফেও জানানো হয়, তারা প্রায় ৮০০ জনের মতো খাবারের ব্যবস্থা করেছেন। খিচুড়ি ও আলুর দমের ব্যবস্থা করা হয় জুনিয়র চিকিৎসক ও আন্দোলনকারীদের জন্য । পাশাপাশি বলা হয় যে ক্যাম্পাসের শৌচালয় ব্য়বহারও করতে পারবেন আন্দোলনকারীরা ৷
পরে সোশাল মিডিয়ার মাধ্যমে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাধারণ মানুষের উদ্দেশ্যে ৷ সোশাল মিডিয়ায় তাদের তরফে লেখা হয়, ‘‘আমরা আপনাদের অকুন্ঠ ভালোবাসায় ও স্বতঃস্ফূর্ত সহযোগিতায় অভিভূত । গতকাল থেকে যেভাবে আপনারা জল, খাবার ছাড়াও নানারকম ভাবে আমাদের সাহায্য করেছেন, মনোবল জুগিয়েছেন তাতে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব ।’’