সহেলী দত্ত, নিজস্ব প্রতিনিধিঃ নিউটাউনে আয়োজিত হল অ্যামেচার স্পোর্টস ক্লাব আয়োজিত নিউটাউন অ্যামেচার টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৪। ২২ সেপ্টেম্বর ধানুকা ধনুসেরি সৌম্যদীপ পৌলোমি টেবিল টেনিস একাডেমিতে এটি অনুষ্ঠিত হয়। ৩০০-রও বেশি প্রতিযোগী নটি ক্যাটাগরিতে তাঁদের নাম নথিভুক্ত করেছিলেন। এর মধ্যে ভেটারেন্স, ছেলে মেয়েদের সিঙ্গেলস ও ডাবলস, মিক্সড ডাবলস ইত্যাদি প্রমুখ ছিল।
এই রকম টেবিল টেনিস টুর্নামেন্ট নিউটাউনে সর্ব প্রথম আয়োজিত হয় বলে জানান উদ্যোক্তারা। এই সমস্ত আয়োজন টেবিল টেনিসের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছেন উদ্যোক্তারা। নিউটাউন অ্যামেচার স্পোর্টস ক্লাব একদম নতুন একটি স্পোর্টস ক্লাব। ছেলে মেয়েদের উৎসাহ বাড়ানোর জন্য সারা বছর বিভিন্ন খেলাধূলার আয়োজন করে থাকে এই স্পোর্টস অ্যকাডেমি। রবিবার অ্যাকাডেমিতে উপস্থিত ছিলেন ভারতীয় টেবিল টেনিসের বিখ্যাত খোলেয়াড় পৌলমী ঘটক ও সৌম্যদীপ রায়। এছাড়া ছিলেন স্পনসার, চার্নক হাসপাতালের জিএম সত্তকী রায়। ভবিষ্যতের সমস্ত টুর্নামেন্টে অ্যামেচার স্পোর্টস ক্লাবের পাশে সবসময় থাকবে বলে জানান তিনি। এছাড়া এই টুর্নামেন্টে ছিলেন, সিদ্ধা গ্রুপের মার্কেটিং হেড পিঙ্কেল নন্দি ও বেঙ্গল রঞ্জি খেলোয়াড় রাহুল দেব।
ক্লাবের সেক্রেটারি দেবেন্দ্র কুমার জানান, তাঁদের ক্লাব নিউটাউনে ফুটবল সহ, ক্রিকেট ব্যাডমিন্টন, কাবাডি নানা খেলার আয়োজন করে থাকে সারা বছর। মানুষ আরো বেশি করে যাতে খেলার সঙ্গে যুক্ত হতে পারে তার ব্যবস্থা করে চলেছে প্রতিনিয়ত। ভবিষ্যতে তাদের এই প্রচেষ্টা জারি থাকবে। এছাড়াও নিউটাউন অ্যামেচার স্পোর্টস ক্লাব, ক্রিকেট ও ফুটবল ট্রেনিং ক্যাম্প পরিচালনা করছে নিউটাউন বিসি ব্লক এর গ্রাউন্ডে। সেখানে ৫০ জন এর বেশি ছেলে ও মেয়েরা ট্রেনিং নিচ্ছেন।