Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • বাঁকুড়া জেলা সিপিএমের সম্পাদক হলেন দেবলীনা হেমব্রম। বাঁকুড়া জেলা CPIM-এর সম্মেলন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালে ঝাড়গ্রাম লোকসভায় তাঁকে প্রার্থী করেছিল CPIM।
  • ‘আমেরিকায় হাজার হাজার জঙ্গি লুকিয়ে রয়েছে’। ‘প্রায় দশ হাজার খুনি রয়েছে’। ‘তারা স্বাধীন ভাবে আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছে’। ‘তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন’। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সাক্ষাৎকারে দাবি ডোনাল্ড ট্রাম্পের।
  • সংস্কারের জন্য যান চলাচল নিয়ন্ত্রিত হবে বারাসত ওভার ব্রিজে। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে সংস্কারের কাজ। সপ্তাহে দু’দিন করে পাঁচ মাস বন্ধ থাকবে বারাসত ওভারব্রিজ। পাঁচ মাস ধরে চলবে যান নিয়ন্ত্রণ।
  • চিন সফরে যাচ্ছেন বিদেশসচিব বিক্রম মিশ্রি। ২৬ জানুয়ারি দু’দিনের চিন সফরে যাবেন বিদেশসচিব। এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি।
  • ঠাকুরপুকুরে একটি বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য। বুধবারই ওই এলাকায় ভাড়া এসেছিলেন মৃত মহিলা। মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, খুন হয়েছেন ওই মহিলা। ঘটনাস্থল খতিয়ে দেখেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।
  • বাগুইআটির জগৎপুরে পরপর দুটি বাড়ি হেলে পড়ার ঘটনা। একটি বিল্ডিং অপর বিল্ডিং-র গা ঘেঁষে দাঁড়িয়ে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিধাননগর পৌরনিগমের ২৩ নং ওয়ার্ডের ঘটনা। পৌরনিগমের অভিযোগ দায়ের কাউন্সিলর ঝুঙ্কু মন্ডলের।
  • ট্যাংরার ছায়া বিধাননগরের ৪ নং ওয়ার্ডে। বিধাননগরের ৪ নং ওয়ার্ডে হেলে পড়ল বহুতল। ফাঁকা করে দেওয়া হল বিল্ডিং।
  • মঞ্চে অশ্লীল মন্তব্যের জের। কড়া শাস্তির মুখে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। বারাসত জেলা কমিটির কাছে রিপোর্ট তলব। রিপোর্ট তলব তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির। শোকজ করা হতে পারে তৃণমূল বিধায়ককে।
  • বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর। মঞ্চে উঠে অসংলগ্ন কথা বলার অভিযোগ। এই আচরণ দল কোনওভাবেই অনুমোদন করে না। জেলা শৃঙ্খলারক্ষা কমিটি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। তাঁর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। সাংবাদিক সম্মেলনে জানান তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। 
  • রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সরকারি পদ থেকে বাদ ডা. শান্তনু সেন। নতুন প্রতিনিধি করা হয়েছে অসীম সরকারকে। সম্প্রতি দলবিরোধী কাজের জন্য ডা. শান্তনু সেনকে সাসপেন্ড করে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। 
  • প্রতারণা মামলায় অভিযুক্ত পরিচালক রাম গোপাল ভর্মা। চেক বাউন্স মামলায় পরিচালককে তিন মাসের কারাদণ্ড দিল মুম্বই আদালত । তিন মাসের মধ্যে মামলাকারীকে ৩.৭২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ। ক্ষতিপূরণ অনাদায়ে আরও তিন মাসের জেল। ২০১৮ সালে মহেশচন্দ্র মিশ্র রাম গোপাল ভর্মার সংস্থার বিরুদ্ধে এই মামলা করেছিলেন।
  • হায়দরাবাদে স্ত্রী’কে নৃশংস খুন স্বামীর। প্রেসার কুকারে স্ত্রী’র দেহ সেদ্ধ। পরে হাড়গোড় হামানদিস্তায় গুঁড়ো। এত করেও শেষরক্ষা হল না। গ্রেফতার অবসরপ্রাপ্ত সেনাকর্মী। স্ত্রী নিখোঁজ, ডায়েরিও করে ধৃত। সন্দেহ হওয়ায় স্বামীকে জেরা পুলিশের। জেরার মুখে খুনের কথা স্বীকার। ধৃতের নাম গুরু মূর্তি। ১৫ জানুয়ারি খুন হন পি মাধবী।
  • মাহফুজ আলমের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে শোরগোল বাংলাদেশে। ‘দেশে নতুন করে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে’। ‘ফ্যাসিবাদ এবার তার চেহারায় বদল’। ‘চেহারা বদলে বিভিন্ন রূপে ফিরে আসতে চাইছে’। ‘আবার নতুন করে সক্রিয় হতে চাইছে’। লিখলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
  • জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম। নিজেই ফেসবুকে পোস্ট করে জানান তিনি। পোস্টে সারজিস লিখেছেন, ‘ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব নয়, সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দূর্বলতা নয়, এটাতে সৎ সাহস লাগে। আমি চেষ্টা করেছি আমার চেয়ারের সাথে সৎ থাকতে।’
  • গত কয়েক মাসে কলকাতায় হেলে পড়েছে মোট ৩০টি বহুতল। রিপোর্ট জমা পড়ল কলকাতা পুরসভায়। হেলে পড়া বহুতলের ৬৫ শতাংশই বেআইনি। বরোভিত্তিক তথ্যের ভিত্তিতে বহুতলগুলির অবস্থা জানায় পুরসভা। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মেয়র ফিরহাদ হাকিমের।
  • New Date  
  • New Time  
২১ দিনের যুদ্ধবিরতি…মানবে ইজরায়েল-হেজবোল্লা?

26
September 2024

২১ দিনের যুদ্ধবিরতি…মানবে ইজরায়েল-হেজবোল্লা?

অনুসূয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ বিস্ফোরণে রক্তাক্ত লেবানন। তবে লেবাননের উপর এই হামলা কেন ইজরায়েলের? লেবাননের উপর ক্ষোভ কি গত বছরের অক্টোবর থেকেই? মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির আহ্বান কি মানবে ইজরায়েল- হেজবোল্লা? যুদ্ধবিরতির প্রস্তাবে কে কে সই করল ? শেষ কোথায়… জানা নেই কারোর। অশান্তি অব্যাহত পশ্চিম এশিয়ায়। একের পর এক আঘাত, পাল্টা আঘাতে ক্ষতবিক্ষত বেশ কয়েকটি এলাকা।

ইজরায়েল ও হেজবোল্লা। গত জুলাই মাস থেকে যাদের মধ্যে সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে । একের পর এক রকেট হামলা। লাফিয়ে লাফিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যা। এই ঘটনাতেই আগুনে ঘৃতাহুতি পড়ে সেপ্টেম্বর মাসে। তখন থেকেই লেবাননে হামলার ধার বাড়ায় ইজরায়েল। প্রথমে পেজার, তারপর একে একে ওয়াকি-টকি, টেলিফোনের মতো ইলেকট্রনিক ডিভাইসের মতো বিস্ফোরণে রক্তাক্ত হয় লেবানন।গত ১১ মাসে একের পর এক আক্রমনে গাজা কার্যত নরককুণ্ডে পরিণত হয়েছে। ইজরায়েলের আক্রমণে হামাস কার্যত কোনঠাসা হয়েছে । এবার উদ্বেগ লেবানন নিয়ে।

কী কারণে এবারের যুদ্ধ
গত বছর ৭ অক্টোবর থেকে ইজরায়েল ও প্যালেস্তাইনের হামাসের মধ্যে যুদ্ধ চলছে। গাজা ওয়েস্ট ব্যাঙ্ক মিলিয়ে মারা গেছেন হাজার হাজার মানুষ। নিহতদের মধ্যে আবার একটা বড় অংশ শিশু। গোড়া থেকেই এই যুদ্ধে প্যালেস্তাইন ও হামাসকে সমর্থন করে আসছে লেবানন। সেই আবহেই লেবাননে একের পর এক হামলা চালানো শুরু করে ইজরায়েল। লেবাননের দক্ষিণ ও পূর্ব অংশে হেজবোল্লার ১১০০ টি ঠিকানায় চলে হামলা। বেইরুটে চলে রকেট হামলা।গাজাযুদ্ধে হামাসের সমর্থনে রয়েছে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হেজবোল্লা। বহুবার তারা ইজরায়েলে রকেট হামলা চালিয়েছে। তাই বহুদিন ধরেই হেজবোল্লাকে কড়া হুঁশিয়ারি দিচ্ছিল তেল আভিভ। গত কয়েকদিন ধরে সন্ত্রাসের জাল ছিঁড়তে এই শিয়া জঙ্গি গোষ্ঠীকে টার্গেট করে লেবাননে আগুন ঝরাচ্ছে ইজরায়েলি ফৌজ।

তৎপর লেবানন প্রশাসন
লেবানন প্রশাসন জানিয়েছেন বুধবার পর্যন্ত ইজরায়েলের হামলায় আহত হন ৪০০-র কাছাকাছি।
ইজরায়েলের সেনাপ্রধান বলেন…যুদ্ধবিমানের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। সারাদিন অভিযান চালানোর পর শত্রুর দেশে প্রবেশ করার কথা বলেন তিনি। হেজবোল্লাকে অপদস্ত করতে সমস্তরকম প্রয়াস চালিয়ে যাওয়ার কথা জানানো হয় ইজরায়েলের সেনাপ্রধানের তরফে।লেবাননের এই পরিস্থিতি নিয়ে উদ্ধিগ্ন আন্তর্জাতিক মহল।

ইজরায়েল ও হেজবোল্লার মধ্যেকার যুদ্ধ পরিস্থিতি ক্রমশ বাড়তে থাকায় লেবাননে অস্থায়ী যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই আহ্বানে সায় জানিয়েছেন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের অন্যান্য মিত্র দেশগুলো।১১টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন এই সমস্যার কূটনৈতিকভাবে সমাধানের জন্য সুযোগ করে দিতে অবিলম্বে ২১ দিন যুদ্ধ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে।একটি যৌথ বিবৃতিতে তারা বলেন, এই ধরনের যুদ্ধ অসহনীয় । যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে। এর কোনটিই লেবানন ও ইজরায়েলের স্বার্থে নয়।যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স , জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও কাতার।যুদ্ধবিরতির প্রস্তাবএল এমন সময় যখন ইজরায়েলের সামরিক বাহিনীর প্রধান তাঁর সৈন্যদের বলেছিলেন, হেজবোল্লাকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা তাদের জন্য শত্রুদের এলাকায় প্রবেশের পথ তৈরি করে দিতে পারে।এবার দেখার বিষয়, কোন পথে মোড় নেয় হেজবোল্লা-ইজরায়েলের যুদ্ধ।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​