নাজিয়া রহমান, সাংবাদিক: দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান। কিছুটা হলেও স্বস্তির নি:শ্বাস উচ্চ প্রাথমিকের চাকুরিপ্রার্থীদের (Higher Primery)। পুজোর আগেই শুরু হবে উচ্চ প্রথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া। হাইকোর্টের নির্দেশ মেনে কাউন্সেলিং এর তারিখ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। ৩,৪ ২৪,২৫,২৮ ও ২৯ অক্টোবর হবে কাউন্সেলিং। কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে চলায় খুশি দীর্ঘ অপেক্ষামান ২০১৬ এর উচ্চ প্রাথমিকের নিয়োগের পরীক্ষায় পাশ করা চাকরিপ্রার্থীরা। এই কয়েক বছরে স্বপ্ন ভেঙেছে বহুবার, বয়স বেড়েছে অনেকের কিন্তু অপেক্ষার অবসান ঘটেনি। চাকরি পাওয়ার বাধা হয়ে দাঁড়িয়েছে আইনি জটিলতা। তবে এবার কোর্টের নির্দেশে স্বপ্ন পূরণের আশায় দিন গুনছেন চাকরির প্রার্থীরা।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে গত বুধবার প্রকাশিত হয়েছে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মেধাতালিকা। ২৮অগস্ট কলকাতা হাইকোর্ট রায় দেয় চার সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে সেই নির্দেশ মেনে সময়ের মধ্যেই প্রকাশিত হয়েছে প্যানেল। কোর্টের নির্দেশ মত উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৫২ জন চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ করার কথা ছিল এসএসসির। কিন্তু বুধবার ১৩ হাজার ৯৫৯ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি রয়ে গেছে প্রায় ১০০ জনের মত নাম। সদ্য প্রকাশিত তালিকায় যাদের নাম নেই। যার কারণ হিসেবে এসএসসি জানিয়েছে, তথ্যে গরমিল, অ্যাকাডেমিক স্কোরে সমস্যা, সার্টিফিকেটের সঙ্গে তাঁদের নম্বরের অমিল। আবার কেউ কেউ বয়সসীমা পার করে বিএড করেছেন। আবার বেশ কয়েকজন আছেন যারা প্রশিক্ষণহীন আবার অনেকের বয়স পেরিয়ে গেছে। তাই তাদের মেধাতালিকায় নাম দেওয়া হয়নি। এবার অপেক্ষার অবসান ঘটুক। আর যেন আসে না কোন বাধা।নিয়োগপত্র হাতে নিয়ে স্কুলে ফিরতে চান হবু শিক্ষকেরা। আর সেই অপেক্ষায় দিন গুণছেন তারা।