সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: এসএসকেএম হাসপাতালে আয়োজিত হচ্ছে জুনিয়র চিকিৎসকদের মাস কনভেনশন। আর সেখানে সমাজের সমস্ত স্তরের মানুষকে আহ্বান জানালেন দুনিয়ার চিকিৎসকরা। আইটি কর্মী থেকে শুরু করে রিক্সা চালক, শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে রাত দখলের কর্মসূচির উদ্যোক্তারা, তালিকায় রয়েছেন ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডানের সমর্থকরাও।
এই কনভেনশনের আরও একটা কারণ আছে। চিকিৎসকরা জানাচ্ছেন দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলনের সময় কালে কি কি ঠিক বা ভুল করলেন আন্দোলনরত চিকিৎসকরা এদিনের কর্মসূচিতে সে সবই শুনবেন সমাজের সকল স্তরের মানুষজনের থেকে।
এদিন আমন্ত্রণ জানানো হয়েছে বিনোদন জগতের মানুষজনকেও। কারণ প্রচুর মানুষ এই গোটা সময়ে এই আন্দোলনে শামিল হয়েছেন। তাই শুক্রবার অভিনেত্রী দেবলীনা দত্ত, সোহিনী সরকার, চৈতি ঘোষাল, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, গায়িকা অন্বেষা দত্ত, মীর, সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়, মীরাতুন নাহার, চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর পাশাপাশি যারা এতগুলো দিন ধরে বিভিন্ন ক্ষেত্র থেকে শুধুমাত্র আরজিকরের নির্যাতিতার বিচার চাওয়ার জন্য পথে নেমেছেন প্রত্যেকটা স্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছে এই কর্মসূচিতে।
এরপর আন্দোলন পরবর্তী রূপ কী হবে, কোন পথে এগোবে আন্দোলন, তা স্থির করতে রাজ্যের ২৩টি সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের মঞ্চ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের প্রতিনিধিরা এই কনভেনশনের ডাক দিয়েছেন। এদিন দুই রোগীর পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে গণ কনভেনশনে। এক রোগীর ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছিল। দ্বিতীয় জনের হার্টের সমস্যা ছিল। আন্দোলনের সময় হার্টের অস্ত্রোপচার হয়েছিল ওই রোগীর। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, ওই রোগী আন্দোলনের জন্য পোস্টার লিখেছেন।