সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: সোশ্যাল মিডিয়ায় বেশ লম্বা একটা পোস্ট লিখেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যার মূল বক্তব্য তার অস্থির লাগছে তিনি একা হয়ে গেলেন আবার। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে গেছে যে আচমকা কি হল অভিনেত্রীর?
ঠিক কি লিখেছেন স্বস্তিকা? তিনি লিখেছেন, “আজ আর কোনও তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে? গত এক মাসে এত কিছু জানলাম, নতুন ভাবে চিনছি নিজেকে। মানুষ এত কিছু জানে আমার ব্যাপারে, যা আমিই জানি না।”
এখানেই শেষ নয় আরও লিখেছেন তিনি। কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন।” আরজিকরের আন্দোলনে গিয়ে নিজস্বী তোলায় তার ছবি নিয়ে তৈরি কার্টুনও ভাইরাল হয়। তাই খোঁচা দিয়ে স্বস্তিকা লিখেছেন, “খুব অস্থির লাগছে। একটাও গালাগাল নেই, সমালোচনা নেই, কার্টুন নেই, মিম নেই, বয়কট পর্যন্ত নেই। অভ্যেসটা এমন খারাপ হয়ে গিয়েছে এই কয়েক দিনে। মনে হচ্ছে, আবার একা হয়ে গেলাম।”
আরজিকর কাণ্ডে শুরু থেকেই সামনে থেকে প্রতিবাদ করেছেন তিনি। লাগাতার পথে নেমেছেন মিছিলে পা মিলিয়েছেন রাত দখলেও শামিল থেকেছেন। কিন্তু আচমকা এহেন কথা উঠল কেন?
আসলে এই আবহে বেশ কয়েক বার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের রোষের মুখে পড়েছেন স্বস্তিকা। ইন্ডাস্ট্রির স্বজনপোষণ প্রসঙ্গে শ্রীলেখা দাবি করেছিলেন, বেশ কয়েক জন অভিনেত্রী পরিচালক ও প্রযোজকদের সঙ্গে প্রেম করে কাজ পান। সেই অভিনেত্রীদের মধ্যে তিনি একাধিক বার স্বস্তিকার নাম নিয়েছিলেন যদিও শ্রীলেখার নাম না করেই স্বস্তিকা ব্যঙ্গ করে লিখেছেন, “ওহ আর একটা কথা আগের পোস্টে লিখতে ভুলে গিয়েছি। আমি প্রেম করে কাজ পাওয়া থামাব না। ২৪ বছর ধরে শুধুমাত্র প্রেমের উপর আমার গোটা কেরিয়ারটা দাঁড়িয়ে আছে। আগামী বছরগুলোতেও তা-ই থাকবে। এই সিদ্ধান্ত নিলাম। প্রেম দীর্ঘজীবী হোক।”