মৌসুমী সাহা, নিজস্ব প্রতিনিধিঃ সন্ত্রাসবাদী সংগঠন ‘হামাস’ ও ‘হিজবুল্লা’-কে মদত দিয়ে আসলে মধ্যপ্রাচ্যকে ভয়ঙ্কর পরিনতির দিকে ঠেলে দিচ্ছে ইরান। ইরানের এই ভূমিকা দেখেও অনেকে চোখ বন্ধ করে রেখেছে। এমনটাই মত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। ইরানের প্রতি পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু বলেছেন, ‘ইরানে এমন কোনো জায়গা নেই, যেখানে ইজরায়েলের হাত পৌঁছাবে না।’
জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ইজরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন, লেবাননের জঙ্গিগোষ্ঠী ‘হিজবুল্লা’র প্রতি আক্রমণ শানিয়ে যাবেন এবং ‘গাজা উপত্যকায়’ হামাস এর প্রতি আক্রমণ ও তারা চালিয়ে যাবেন, যতদিন না তাঁদের (ইজরায়েল) বিজয় সম্পূর্ণ হচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে বলতে উঠে ইজরায়েলী প্রধানমন্ত্রী বলেন, “এই যুদ্ধে আমাদের জিততেই হবে, কারণ আমাদের কাছে কোন বিকল্প নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের লোকেদের উপর নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে এই সংগঠনগুলি। আমাদের সমর্থনে তখন কেউ আঙ্গুল তোলেনি। এখন আমাদের একটি সাহসী সেনাবাহিনী রয়েছে। আমরা নিজেরাই এখন আমাদের রক্ষা করতে সক্ষম।” ইউনাইটেড নেশনস এর মঞ্চে নেতানিয়াহুর এই বক্তব্য এমন সময় সামনে এসেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বিভিন্ন মিত্রশক্তি যৌথ আলোচনার জন্য ২১ দিনের যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে। এদিকে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধ বিরতির আহবানে সারা না দিয়ে ইজরায়েল জানিয়েছে, গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা গুলি চালানো বন্ধ করবে না।