Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • ল কলেজে গভর্নিং বডি-র বৈঠক বাতিল। ভাইস প্রিন্সিপালের অসুস্থতার কারণে বৈঠক বাতিল।
  • বন্ধ হল অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের শুটিং। টেকনিশিয়ানরা কাজে যোগ না দেওয়ায় শুটিং বন্ধ হয়।
  • সন্দেশখালিতে খুনের ঘটনায় CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের। SIT গঠন করে তদন্তের নির্দেশ।
  • কসবাকাণ্ডের প্রতিবাদ হাইকোর্টে। বিক্ষোভে দেখান আইনজীবীরা।
  • অনির্দিষ্টকালের জন্য বন্ধ কসবা ল কলেজ। গভর্নিং বডির সিদ্ধান্ত।
  • গুরুতর অসুস্থ সৌগত রায়। ফুসফুসে সংক্রমণের কারণে স্বাস্থ্যের অবনতি।
  • শো কজের জবাব দিলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। দলীয় অনুমতি ছাড়া কালীগঞ্জে নিহত শিশুর বাড়ি যাওয়ার ব্যাখ্যা চেয়েছিল দল।
  • তেলঙ্গানায় একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর জখম ১৪।
  • কসবাকাণ্ডে সুপ্রিম কোর্টেও মামলার আবেদন। সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলার আবেদন।
  • ওমানগামী অয়েল ট্যাঙ্কার ভেসেলে আগুন। ভেসেলে ছিলেন ১৪ জন ভারতীয় ক্রু মেম্বার।
  • বেলগাছিয়ায় মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। কিছু সময় পরে স্বাভাবিক পরিষেবা।
  • কসবা ল কলেজের ঘটনায় হাইকোর্টে ৩টি জনস্বার্থ মামলা। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।
  • কসবাকাণ্ড খতিয়ে দেখতে রাজ্যে বিজেপির ফ্যাক্ট-ফাইন্ডিং টিম। দলে সাংসদ বিপ্লব দেব, দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং, মীনাক্ষী লেখী ও রাজ্যসভার সাংসদ মননকুমার মিশ্র।
  • বারাসত-হাসনাবাদ শাখায় আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। রাস্তা সংস্কারের দাবিতে রেল অবরোধ করেন স্থানীয়রা।
  • জল ছাড়ার পরিমাণ বাড়াল কংসাবতীর সেচ দফতর। বাঁকুড়া ও পুরুলিয়ার উচ্চ অববাহিকায় বৃষ্টির কারণে এই সিদ্ধান্ত। 
  • সেন্ট্রাল-চাঁদনি চকের মাঝে ট্র্যাকে জল জমে ব্যাহত হয় পরিষেবা।
  • দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন হয় মধ্য কলকাতার একাংশ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোডে জল জমে যায়।
  • অমরনাথযাত্রায় তীর্থযাত্রীদের সুরক্ষায় মাল্টি-লেয়ার্ড নিরাপত্তার আয়োজন CRPF-এর। ৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা।
  • বাংলাদেশের বরিশালের জঙ্গল থেকে অ্যাসিডদগ্ধ মহিলার দেহ উদ্ধার। হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার।
  • তানজানিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা। ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৪০, আহত ৩০ জনেরও বেশি।
  • ডিআই অফিসে আজ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ডেপুটেশন কর্মসূচি।
  • ভারতের সঙ্গে শীঘ্রই আমেরিকার বাণিজ্য চুক্তির সম্ভাবনা।
  • বঙ্গোপসাগরে নিম্নচাপ। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।
  • New Date  
  • New Time  
সন্ত্রাস না থামলে পাকিস্তানকে শুকিয়ে মারার পরিকল্পনা ভারতের

22
September 2024

সন্ত্রাস না থামলে পাকিস্তানকে শুকিয়ে মারার পরিকল্পনা ভারতের

নারায়ণ দে,নিজস্ব প্রতিনিধিঃ ১৯১৪ থেকে ১৯২৮ পর্যন্ত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। ১৯৩৯ থেকে ১৯৪৫ পর্যন্ত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু আপনি কী জানেন আজ থেকে ২৪ বছর আগে ১৯৯৫-এ বিশ্বব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট দাবি করেছিলেন, এতদিন পর্যন্ত যে সব যুদ্ধ হয়েছে তা বুলেট, বোমা, ও অস্ত্র দিয়ে। কিন্তু ভবিষ্যতে জলকে হাতিয়ার করেও যুদ্ধ হতে পারে। সিন্ধু জলচুক্তির পুনর্মূল্যায়ন চেয়ে পাকিস্তানকে পাঠানো ভারতের চিঠি মনে করিয়ে দিচ্ছে সেই সময় হয়তো আর বেশি দূরে নেই। তাহলে কী আরও একবার ভারত-পাকিস্তান যুদ্ধ অবশ্যম্ভাবী? প্রশ্ন উঠছে কারণ, ভারত চিঠিতে পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসলামাবাদ সস্ত্রাস দমনে পদক্ষেপ না করলে সিন্ধু নদের জল আটকে দেবে নয়া দিল্লি।

১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খান বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় সিন্ধু নদীর জল বণ্টন নিয়ে এই চুক্তি সাক্ষর করেছিলেন। পাকিস্তানেরকরাচি শহরে গিয়ে এই চুক্তিপত্রে সই করেছিলেন পণ্ডিত নেহরু। চুক্তি অনুযায়ী, পূর্ব দিকের তিনটি নদী, রবি, বেয়াস ও সাতলাজ অর্থাৎ বিপাশা, ইরাবতী ও শতদ্রুর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ভারতের। অন্য দিকে পশ্চিম দিকের ইন্ডাস, ঝিলাম ও চেনাব অর্থাৎ সিন্ধু, চন্দ্রভাগা ও বিতস্তার জল ব্যবহার করতে পারবে পাকিস্তান। এই ছটি নদীতে ১৬ দশমিক ৮ কোটি একর ফিট জল রয়েছে। জলের নিরিখে সিন্ধু এবং তার শাখা ও উপনদী মিলিয়ে ৩০ শতাংশ পায় ভারত ও ৭০ শতাংশ পায় পাকিস্তান। তবে পাকিস্তানের ভাগে থাকা নদীগুলির জল ব্যবহারে ভারতের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। জলাধার বা বাঁধ তৈরি ছাড়া বাকি সবক্ষেত্রে ব্যবহার করা যাবে।

যখন চুক্তি স্বাক্ষরিত হয়, তখন নয়া দিল্লি জানত যে এই চুক্তির ফলে পাকিস্তান বেশি লাভবান হবে। তা সত্ত্বেও চুক্তি স্বাক্ষর করেন জওহরলাল নেহরু এই ভেবে যে এই চুক্তির পর পাকিস্তান ভারতকে সমীহ করবে। এমনকী সন্ত্রাসবাদী কার্যকলাপেও ইসলামাবাদ মদত দেবে না। কিন্তু বাস্তবে ঘটছে একদম উল্টো। ১৯৪৭-৪৮ সালে ভারত পাক যুদ্ধের নেপথ্যে ছিল সিন্ধু নদীর জলের দখল। সেই কারণেই কাশ্মীর আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিল মহম্মদ আলি জিন্নার নেতৃত্বাধীন সরকার। সিন্ধু জলচুক্তির পরেও যুদ্ধ থেকে বিরত থাকেনি পাকিস্তান। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯ সালে যুদ্ধ হয় ভারত-পাকিস্তানের। কমেনি ধারাবাহিক সন্ত্রাসবাদী কার্যকলাপও। কিন্তু তারপরও অটুট রয়েছে সিন্ধু জলচুক্তি। কিন্তু এভাবে আর কতদিন?

চলতি বছরের ৩০ অগস্ট সিন্ধু জলচুক্তি নিয়ে আনুষ্ঠানিক ভাবে পাকিস্তানকে চিঠি পাঠায় ভারত। তাতে এই চুক্তিতে মূলগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ৬৪ বছর আগে ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া সিন্ধু জলচুক্তি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী সরকার। এই চুক্তিতে মধ্যস্থতাকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে বিশ্ব ব্যাঙ্ক। বিশ্ব ব্যাঙ্কের এই ভূমিকায় প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছে নয়াদিল্লি। সালিশি আদালত ভেঙে দেওয়ার দাবিও জানিয়েছে ভারত। যা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বিশ্ব ব্যাঙ্ক।

১৯ সেপ্টেম্বর ভারতের পাঠানো নোটিস নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে ইসলামাবাদ। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ জানিয়েছেন, ‘সিন্ধু জলচুক্তিকে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ সমঝোতা বলে মনে করে। আশা করি আগামী দিনেও ভারত এই চুক্তির শর্তগুলি মেনে চলবে।’ কিন্তু একইসঙ্গে সীমান্তে সন্ত্রাসবাদী হামলা আর সিন্ধু জলচুক্তি অটুট থাকতে পারে না বলে মত নয়া দিল্লির। ২০২৩ সালের জানুয়ারিতেই সিন্ধু চুক্তির পুনর্মূল্যায়ণের জন্য প্রথম বার পাকিস্তানকে নোটিস পাঠিয়েছিল নয়াদিল্লি। ইসলামাবাদের তরফে সে বার কোনও সাড়া মেলেনি। এ বার দ্বিতীয় নোটিসে পাকিস্তান সাড়া দেওয়ায় বোঝা যাচ্ছে নয়া দিল্লির প্রস্তাবকে আর ফুৎকারে ওড়াতে চাইছে না ইসলামাবাদ। নয়া দিল্লি এই চুক্তি সত্যিই ভেঙে দিলে জলের জন্য ফের পরমাণু শক্তিধর দুই দেশের সেনা লড়াইয়ের ময়দানে মুখোমুখি হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital