রিয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ বুমরা-আকাশদীপদের দাপটে দেড় দিনেই শেষ হয়ে গেল ভারত-বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম ইনিংস। প্রথমবার ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে এসেছে বাংলাদেশ। পাকিস্তানকে সিরিজ হারানোর পর আত্মবিশ্বাস তুঙ্গে ছিল শান্তদের। শুরুতে সেই ছাপও দেখা গিয়েছিল। কিন্তু যতই ওভার গড়িয়েছে, বাংলাদেশের খেলোয়াররা নিজেদের জাত চিনিয়েছে।
৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে ভারতের দুই ব্যাটার জাদেজা ও অশ্বিন। প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি ভারতের পক্ষে। শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন জাদেজা। তারপর আকাশদীপ। অশ্বিন আউট হন ১১৩ রানে। তাঁর ব্যাটের জোরেই ৩৭৬ রান স্কোরবোর্ডে তুলে সম্মানজনক জায়গায় পৌঁছয় রোহিত বাহিনী। ৫ উইকেট পান হাসান মাহমুদ। বাংলাদেশের তরুণ পেসারের পাশাপাশি নজর কাড়লেন তাস্কিন আহমেদ। দুই পেসারের দাপটেই চারশো টপকাতে পারল না অশ্বিনরা। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে প্রথম এক ঘণ্টাতেই অবশিষ্ট চার উইকেট হারাতে হয়। কিন্তু ব্যাট করতে নেমে বাংলাদেশী ব্যাটাররা রীতিমতো দুরমুশ হয়ে গেল ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে।
যশপ্রীত বুমরা আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের ভয়ঙ্করতম বোলার। বাংলাদেশকে প্রথম ধাক্কা দিলেন বুমরা। বিশ্বের অন্যতম সেরা পেসার যশপ্রীত বুমরা। একাই প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। নিখুঁত পরিকল্পনায় প্রথম ওভারেই উইকেট ভেঙে দেন ওপেনার শাদমান ইসলামের। বাঁ হাতি ব্যাটারকে ওভারের প্রথম পাঁচটি বল রাউন্ড দ্য উইকেট করেছিলেন বুমরা। শেষ বলটি করেন ওভার দ্য উইকেট। তাতেই মেলে সাফল্য। তারপর নবম ওভারে পর পর জাকির হাসামও মমিনুলকে প্যাভিলিয়নে ফেরান আকাশদীপ।
বাংলাদেশ প্রথম টেস্টের দ্বিতীয় সেশন শুরু করেছিলেন ৩ উইকেটে ২৬ রান হাতে নিয়ে। সেখান থেকে চা বিরতিতে যায় দুই দল। বাংলাদেশে ঝুলিতে তখন ১১২ রান। পড়েছে শান্তর দলের ৮ উইকেট। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে আউট করেন বুমরা। ষষ্ঠ উইকেটে সাকিব আল হাসান ও লিটন দাস ৯৪ বলে ৫১ রানের পার্টনারশিপ গড়েন। খেলা কিছুটা আয়ত্তে নিয়ে আসার পর লিটনকে ফেরান জাদেজা। নিজের তারপরের ওভারেই শাকিবকে তুলে নেন জাদেজা। শাকিবের করা ৩২ রান বাংলাদেশের প্রথম ইনিংসের যে কোনও ব্যাটারের সর্বোচ্চ রান।
ভারত প্রথম ইনিংসের ৩৭৬ রানের জবাবে স্কোরবোর্ডে বাংলাদেশ মোটে ১৪৯ রান তুলতে পারে। ২২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে আবারও ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসে ৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ৫ রান করেই আউট হন তিনি। ব্যর্থ হলেন যশস্বী জয়সওয়াল। তবে দিনে শেষে চালকের আসনেই বিরাজ করছেন গৌতম গম্ভীরের ছেলেরা।