আর জি কর কান্ড নিয়ে ‘আর কবে’ শীর্ষক একটি গান গেয়েছেন অরিজিৎ সিং। যে গানের মাধ্যমে তিনি তাঁর প্রতিবাদ জানিয়েছেন আর জি কর হাসপাতালের ঘটনা নিয়ে। এবার সেই গানেরই সুর ও কিছু কথা কে নিজের মতো করে পরিবেশন করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
সঞ্জু সুর নিজস্ব প্রতিনিধিঃ- আরজি করের (RG Kar Incident) ঘটনা নিয়ে এই মুহূর্তে রাজ্য উত্তাল।প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও প্রতিবাদ মিছিল করছেন রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে নাগরিক সমাজ। প্রখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh) এই প্রেক্ষিতে ‘আর কবে’ (Aar Kobe) শিরোনামে একটি গান গেয়েছেন। যা মন ছুঁয়েছে সকলের। তবে অরিজিৎ সিং-এর এই গান প্রকাশ্যে আসার পর গান টিকে সমর্থন করলেও সমালোচনার স্বর শোনা যায় তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেলের দায়িত্বে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ মুখপাত্র কুণাল ঘোষের গলায়। তিনি অরিজিৎ সিং এর গানটি প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোষ্ট করে লিখেছিলেন, “অরিজিৎ ভালো গায়ক। ভালো ছেলে।
তিলোত্তমার বিচার চেয়ে ‘আর কবে’ গানটাও দারুণ। সমর্থন করি।
কিন্তু সাক্ষী মালিক ইস্যু থেকে সেদিনের বদলাপুর, তার বিচার চেয়ে হিন্দিতে ‘অউর কব’ গাইলেন না কেন? বিবেক শুধু বাংলায়? মুম্বাই কর্মজগৎ, হিন্দির বাজার, কেরিয়ার, তাই ওসব ঘটনায় চুপ?”
কুণাল ঘোষের এই পোষ্টের পর এক্স হ্যান্ডেলেই একটি প্রত্যুত্তর দিয়েছিলেন অরিজিৎ সিং। লিখেছিলেন, “ঠাকুর ঘরে কে”।
প্রসঙ্গ যে সেখানেই শেষ হয়ে যায় নি তার প্রমাণ সোমবার সেই অরিজিৎ সিং এর গানের আদলেই একটি গান তৈরি করলেন কুণাল ঘোষ। গানের কথায় কোনো নাম উল্লেখ না করলেও, উদ্দেশ্য বুঝে নিতে অসুবিধা হওয়ার কথা নয়।
অরিজিৎ এর ভাইরাল হওয়া গান থেকেই ‘আর কবে’ শব্দ নিয়ে কুণাল ঘোষ গেয়েছেন, “আর কবে, আর কবে, আর কবে,
চোখ খুলে মন খুলে গান হবে ! আর কবে, আর কবে, আর কবে
রং না দেখে দল না বেছে গান হবে !
আর কবে, আর কবে, আর কবে
হিন্দিতেও প্রতিবাদী গান হবে !
আর কবে, আর কবে, আর কবে
আয়না খানা সামনে রেখে গান হবে !
আর কবে, আর কবে, আর কবে
মা বোনেরা সত্যিই স্বাধীন হবে !
আর কবে, আর কবে, আর কবে
আমরা ওরা ভেঙে মিছিল হবে !
আর কবে, আর কবে, আর কবে
চোখ খুলে মন খুলে গান হবে!”
এই গানের শেষটায় অবশ্য সিবিআইয়ের কাছে বিচারের দাবি জানিয়েছেন তিনি। গেয়েছেন “এই দাবানল ছড়িয়ে পড়ুক, শ্লোগান ভরা মিছিল চাই, ঘড়ির সময় যাচ্ছে চলে বিচার দাও সিবিআই।” এই গানের উদ্দেশ্য যখন অরিজিৎ সিং, বিধেয় তখন সিবিআই। তবে গানের শুরুতে বিধিবদ্ধ সতর্কীকরণ হিসাবে কুণাল ঘোষ বলে নিয়েছেন, “নমস্কার, আমি কুণাল, আমি গায়ক নই। আমি গান শুনি। চলতি পরিস্থিতিতে একটা চেষ্টা করলাম। তবে পেশাদার গায়কদের মতো অতো গুণগত বিচার করতে যাবেন না। আমি গায়ক নই।”