ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : সন্দীপ ঘোষের ফিক্স ডিপোজিট ভাঙ্গানোর বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টের ওপর।
২০২১ ও ২০২৩ সালের ৪টে ফিক্স ডিপোজিট সন্দীপ ঘোষের। সেই সময়ই অপরাধ সংগঠিত হয়। দাবি সিবিআই এর আইনজীবীর। তাদের আরও দাবি ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি তদন্ত শুরু করেছে পি এম এল এ আইনে। তাই খতিয়ে দেখতে হবে ওই সময়েকালে কোন আর্থিক অপরাধ সংগঠিত হয়েছে কিনা। সেই অর্থ দিয়েই এই ফিক্স ডিপোজিট গুলি করা হয়েছিল কি না।
বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের নির্দেশ এই বিষয়ে তদন্তকারী সংস্থা খতিয়ে দেখে হাইকোর্টের কাছে একটি রিপোর্ট জমা করবে। মামলাটি পূজা অবকাশের পর নিয়মিত বেঞ্চের শুনানি হবে।