নাজিয়া রহমান, সাংবাদিক: পুজোতে টানা ছুটি নয় শিক্ষক শিক্ষিকাদের। একাদশ শ্রেণির সিলেবাস শেষ করাতে অনলাইনে ক্লাস করানোর বিজ্ঞপ্তি জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৫ এ মার্চ মাসে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার। যাতে সম্পূর্ণ সিলেবাস শেষ হয় তার জন্য স্কুলের প্রধান শিক্ষকদের কাছে এমনই নির্দেশ পাঠালো সংসদ। তবে এই ক্লাস বাধ্যতামূলক নয়। যদি কোনও স্কুল চাই লক্ষ্মী পুজো থেকে কালীপুজোর মধ্যে একাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস করাতে পারে। যাতে দ্বিতীয় সেমেস্টারের আগে পড়ুয়াদের সিলেবাস শেষ করা যায়। এমনই বক্তব্য সংসদের আধিকারিকদের।
একাদশে বদলেছে সিলেবাস। পরিবর্তন ঘটেছে পরীক্ষা পদ্ধতিতে। একাদশে সেমেস্টার পদ্ধতি চালু হয়েছে । চলতি বছর থেকে একাদশে নয়া পদ্ধতিতে শুরু হয়েছে পঠন-পাঠন। সিলেবাস পরিবর্তনের ফলে প্রথমদিকে সেমেস্টার পদ্ধতির উপযোগী বই আসতেও অনেকটা সময় লেগেছে। তার ফলে একাদশের প্রথম সিমেস্টারের সিলেবাস শেষ করতে পারেনি একাধিক স্কুল। সেই পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য আগে থেকেই ব্যবস্থা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর মধ্যে অনলাইনে এই ক্লাস করাতে পারে স্কুলগুলি। সংসদের এই বিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়েছেন একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা।