নাজিয়া রহমান, সাংবাদিক: ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল ওড়িশায় হলেও, তার ব্যাপক প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়। এই ঘূর্ণিঝড়ের ফলে যেমন চাষবাসে ক্ষতি হয়েছে। তেমনই ফুল চাষেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এখন পুজোর মরশুম। এই সময় অতিভারী বৃষ্টিতে ফুল নষ্ট হওয়ায় তার প্রভাব পড়বে ফুল বাজারে। খামতির আশঙ্কা ফুলের যোগানেও।
পুজোর জন্য প্রধান উপকরণ ফুল। তবে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ফুল চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। মাথায় হাত ফুল চাষীদের। কার্যত তারা দিশেহারা। সামনেই কালীপুজো। কালীপুজোর মরশমে জবা ফুলের চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু অতিভারী বৃষ্টিতে গাছের গোঁড়ায় জমেছে জল, পচন ধরেছে ফুলে। শুধু জবা নয়। গাঁদা, রজনীগন্ধা, দোপাটি সব ধরনের ফুলেরই প্রায় ক্ষতি হয়েছে। অতিভারী বৃষ্টিতে পচন ধরছে ফুলে। যা নিয়ে চিন্তায় চাষী থেকে বিক্রেতা সকলে।
হাওড়ার জগন্নাথ ঘাঠ বা মল্লিকঘাট। এশিয়ার অন্যতম বৃহৎ পাইকারি ফুলের বাজার। প্রতিদিন কয়েকশ চাষী এখানে ফুল নিয়ে আসেন। সারাদিনই প্রায় চলে ফুলের কেনা বেচা। ডানা ঘূর্ণিঝড়ের পর রবিবার থেকে এই বাজার একটু করে চাঙ্গা হতে শুরু করেছে। কিন্তু এবারের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে এই ব্যবসায়। কিভাবে সেই ক্ষতির সামাল দেবেন তাই নিয়ে চিন্তায় তারা।