আর মাত্র ৫ দিনের অপেক্ষা, তারপরেই মা দুর্গাদেবীর আরাধনায় মেতে উঠবে গ্রাম থেকে শহর সহ গোটা রাজ্য । চারিদিকেই শুরু হবে উৎসবের স্রোত, তবে এই স্রোতে মেতে উঠতে পারবেন না তাঁরা জলের স্রোতে যাঁদের ঘর বাড়ি ভেসে গেছে সাম্প্রতিক বন্যায় । এই বিপদে পরা মানুষদের পাশে দাঁড়ালো বাঁকুড়া শহরের স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা সবাই একসাথে” ।
২০০৫ সালে বাঁকুড়া শহরে লেখক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে তৈরী হওয়া এই স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা সবাই একসাথে” দেহদান ও চক্ষুদানের মতো বিষয় নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এবার বন্যার কবলে পরা মানুষদের হাতে ত্রাণ তুলে দিল । গত কয়েকদিন পূর্বে বাঁকুড়া জেলার সোনামুখী, পাত্রসায়ের, ইন্দাস সহ ওন্দা’র কিছু অংশের মানুষের হাতে ত্রাণ হিসেবে তুলে দেওয়া হয় চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন, দুধ, সরষের তেল, সাবানের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ।
এক লক্ষ টাকার মতো সামগ্রী নিয়ে সংস্থার ৮ জন মহিলা সহ ২৪ জনের একটি প্রতিনিধি দল এই ত্রাণ বিলিতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন । “আমরা সবাই একসাথে”-র সাধারণ সম্পাদক সমীরণ সেনগুপ্ত এই ত্রাণ বিলি প্রসঙ্গে বলেন, “আমরা বাঁকুড়া জেলার সোনামুখী, পাত্রসায়ের, ইন্দাস এবং ওন্দা’র ২০০টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়ার পরেও আমরা আরও কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাঁকুড়া ভারত সেবাশ্রম সংঘের হাতে তুলে দিতে পেরেছি । আমাদের সংস্থার সদস্য ও সদস্যারা এই ত্রাণ বিলি নিয়ে এতটাই আন্তরিক ছিলেন যে ত্রাণ বিলির সিদ্ধান্ত নেওয়ার চার ঘন্টার মধ্যে আমরা এক লক্ষ টাকা সংগ্রহ করে ফেলি ।”