রিয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগকে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ বছরে নানা অপরাধ কর্মকাণ্ডে যুক্ত ছিল সংগঠনটি। তবে মুক্তিযুদ্ধ-সহ বাংলাদেশের ইতিহাসে নানা গণ-আন্দোলনে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা অস্বীকার করা যায় না। এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের ছাত্রলীগের ইতিহাস ও এই সংগঠন নিয়ে জড়িয়ে থাকা নানা বিতর্ক।
ছাত্রলীগের ইতিহাস
১৯৪৮ আওয়ামী লীগ প্রতিষ্ঠার এক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্রলীগের। তখন অবশ্য এই সংগঠনের নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। এর একবছর পর জন্ম হয় আওয়ামী লীগের। ভাষা আন্দোলন, স্বৈরশাসন বিরোধী আন্দোলনেও বড় ভূমিকা রেখেছিল ছাত্রলীগ।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।১৯৫২ সালে ভাষা আন্দোলন, ১৯৫৪ সালে যুক্ত ফন্ট নির্বাচন, ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন-সহ ১৯৬৯ সালে গণ অভ্যুত্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছাত্রলীগ সংগঠন।
১৯৬৬ সালে বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ছয় দফা বাস্তবায়নে শেখ মুজিবুর রহমান আস্থা রেখেছিলেন তরুণ ছাত্রনেতাদের ওপর। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা সারা বাংলার মানুষের কাছে বঙ্গবন্ধুর ঘোষিত ৬ দফা দাবির গুরুত্ব তুলে ধরে।
১৯৭০-এর নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তবে অনেকের মতে স্বাধীনতার পরে নানাভাবে বিতর্কিত হয়ে উঠেছে ঐতিহ্যবাহী এই সংগঠনটি। ২০২৪-এ ৫ অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর, এবার বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হল ছাত্রলীগকে। আওয়ামী লীগেরই ছাত্র সংগঠন ছাত্রলীগ। বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রালয়। এক সংবাদমাধ্য়মে গত বছরের ৪ জানুয়ারি ছাত্রলীগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে ছাত্রলীগ বিতর্কিত হওয়ার নানা কারণ তুলে ধরা হয়েছে।১৯৭১ সালে ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে ছাত্রলীগের তৎকালীন নেতারা। স্বাধীনতা যুদ্ধে ছাত্রলীগের নেতৃত্বে মুজিববাহিনী সংগঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন সংগ্রাম ছাত্রলীগ সবার প্রথমে থাকলেও গত ১৫ বছরে সংগঠনের নানা নেতাকর্মীদের নানা কর্মকাণ্ডের কারণে সমালোচিত হয়েছে।
ছাত্রলীগ কেন বিতর্কিত ..
. ১৯৪৭ সালের পরে এই সংগঠনের নেতৃত্বে চরম কোন্দলের সৃষ্টি হয়
. ১৯৪৮ সালের ৪ জানুয়ারি এই বিদ্রোহী ছাত্রলীগের অস্থায়ী সাংগঠনিক কমিটি গঠিত হয় ।
. ১৯৭১ সাল পর্যন্ত ছাত্রলীগ ছিল একটি সরকার বিরোধী সংগঠন
. আওয়ামী লীগের সহযোগী সংগঠন হলেও ছাত্রলীগের মধ্যে এক ধরনের স্বতন্ত্র কাজ করছিল
. ১৯৭২ সালে এই সংগঠনের মধ্যেই পক্ষে-বিপক্ষে নানারকম বিভক্তির শুরু হয়, আওয়ামী লীগ ভাগ হয়েছে, ছাত্রলীগও ভাগ হয়েছে
. গত কয়েক বছরে দেশের নানা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নিপীড়ন ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।
. দুর্নীতি ও চাঁদাবাজি-সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর ২০১৯ সালে ছাত্রলীগের তৎকালীন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে অব্যাহিত দেওয়া হয়েছিল।
. বিভিন্ন সময়ে ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অর্থের বিনিময়ে কমিটি গঠনের মতো অভিযোগও ও…
. ২০১৯ সালে সিলেটের এমসি কলেজে তরুণীকে ধর্ষণের অভিযোগে ছয় ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা হয়।
. ২০১৯ সালেই বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিচার চলছে বুয়েট ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে
. ২০১২ সালের ডিসেম্বরে প্রকাশ্যে বিশ্বজিৎ দাস নামে এক সাধারণ নাগরিককে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে।
. জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত ।
. এই ঘটনায় আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
. নিরাপদ সড়ক আন্দোলন, কোটাবিরোধী আন্দোলনের মতো একাধিক ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
.বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ছাত্রলীগের হেলমেট বাহিনীর বিরুদ্ধে খুন, সন্ত্রাসের অভিযোগ তোলে ছাত্রদল ও ছাত্র শিবির
বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রলীগের যে ঐতিহ্য আমরা ৫০-৬০ দশকে দেখেছি, সেটা নানা দমন-নিপীড়নের দায়ে এখন পুরোপুরি অনুস্থিত। তাদের এই ভূমিকার কারণেই ছাত্র রাজনীতি পুরোপুরি তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে।