রুমঝুম সামন্ত, নিউজ ডেস্ক; একদা ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি, 2016 বিধানসভা নির্বাচনে দমদম উত্তর কেন্দ্রের সিপিআইএমের টিকিটে জয়ী বিধায়ক। একুশের বিধানসভা নির্বাচনে সমীকরণটা বদলালেও, বামেদের বিপর্যয়ের কারণ হিসেবে দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় তুলতে দেখা গিয়েছিল তাঁকে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক মামলা না থাকলেও এবার মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠল বর্ষীয়ান রাজনীতিবিদ তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে শ্লীলতাহানির 2টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজুর পাশাপাশি সাংবাদিক সম্মেলন করে তাঁকে সাসপেন্ড করার কথা জানান সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রবিবার সকালে সাসপেন্ডেট সিপিআইএম নেতার সাক্ষাৎকার নিতে গিয়ে ওই মহিলা সাংবাদিক হেনস্থার শিকার হন বলেই অভিযোগ। অভিযোগকারি মহিলা সাংবাদিক নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভ করে তন্ময় ভট্টাচার্য তাঁর কোলে বসে পড়েন বলে জানান। ভিডিওটি নিমেশেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
প্রথমে বরাহনগর থানায় অভিযোগ না করা হলেও ফেসবুক লাইভ শেষে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে বরাহনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। মহিলা সাংবাদিকের ফেসবুক লাইভ ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তন্ময় ভট্টাচার্যের গ্রেফতারের দাবিতে সরব হন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং সিপিআইএমের নিন্দায় সরব হন তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য।
কুণাল ঘোষ নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে লেখেন,
কদিন ধরে নাটক করা, জ্ঞান দেওয়া, বাণী ছড়ানো, রাত জাগা সিপিআইএমের চারাপোনাদের পোস্ট কই? হবে নাকি গ্রেফতার চেয়ে মানববন্ধন? বানতলা, ধানতলা, কোচবিহার, সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে সুশান্তর খাট হয় এখন তন্ময়; সিপিএম আছে সিপিএমেই।
দেবাংশু ভট্টাচার্য লেখেন,
কোল দখল করা তন্ময় ভট্টাচার্যের শাস্তির জন্য রাত দখল করবেন তো শিল্পীরা? কুণাল ঘোষ আর দেবাংশু বেলায় বিপ্লবী সাজা শিল্পীরা মুখ খুলবেন তো নাকি মৌসুমীর বেলা যেমন মুখে বালিস গুঁজে রেখেছিলেন, আপনার প্রিয় দলের নেতার বেলাও সেভাবেই স্পিকটি নট থাকবেন?
অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,
“বরাহনগরে সজল ঘোষ যে ফাইট দিয়েছে সেটা তৃণমূলের কাছে অ্যালার্মিং। বরাহনগরে তন্ময় ভট্টাচার্য ভোট কেটেই তৃণমূলকে জিতিয়েছে। একদিন দেখা যাবে তৃণমূলের ওয়াশিং মেশিনে তন্ময় ভট্টাচার্য ওয়াশ হয়ে তৃণমূলের ঝান্ডা ধরবে”
অভিযোগের ভিত্তিতে রবিবারের পর সোমবারও বরাহনগর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় তন্ময় ভট্টাচার্যকে।
পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিক বৈঠক করে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই সত্য নয় বলেই বাদি করেন তন্ময় ভট্টাচার্য। পাশাপাশি কোলে বসার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এটা পরিকল্পিত কুৎসা। ভদ্রমহিলার ওজন 40 কেজি বেশি নয়। আমার ওজন 83 কেজি। 83 কেজি ওজনের একজন পুরুষ যদি 40 কেজি ওজনের এক মহিলার কোলে বসে পড়েন তা হলে সেই মহিলা শারীরিক ভাবে ফিট থাক কি না আমার জানা নেই।”