ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : KMDA বিঞ্জাপন দিয়ে এই পুজো করাতো বলে অভিযোগ ছিল বেঙ্গল ল্যাম্প এর ।সেই বিঞ্জাপন বন্ধ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের*
আবেদনকারী আইনজীবী ময়ুখ মুখার্জি আদালতে জানান,
যাদবপুরের বেঙ্গল ল্যাম্প কোম্পানির জমির ভিতরে অবস্থিত একটি পুকুরকে ছট পুজোর কাজে ব্যবহার করতে অনুমতি দিয়েছিল কে এম ডিএ।যার অনুমতি দিত কেএমসি ।কেএমডিএ প্রতিবছর বিঙ্গাপন দিয়ে ওই পুজো ওখানে করতে দিত ।ল্যাম্প কোম্পানির বিরোধিতা করলেও কর্ণপাত করেনি তারা বলে অভিযোগ।২০২১ সালে কলকাতা পৌরসভা ওই জায়গা অপরিষ্কার হওয়ার জন্য জরিমানা পর্যন্ত করছে ।এখন সাধারণ মানুষ অবাধে প্রবেশ করে ওখানে পুকুরে পুজো করে এবং নোংরা করে।পুজো বন্ধের আবেদন মালিকের।
রাজ্যের আইনজীবী সাবনাম দে জানান, কলকাতা পুরসভা যে জরিমানা করেছিল সেটা ওই এলাকা অপরিষ্কার এর কারণে । আর্ কেএমডিএ বিজ্ঞাপন দিত কারণ অনেক বছর ধরে ওখানে পুজো হয়ে আসছে।আদালত বললে আর্ কোনো বিজ্ঞাপন দেবে না কেএমডিএ ।
আদালতের নির্দেশ
যাদবপুর এর বেঙ্গল ল্যাম্প এর এলাকায় কোনো ছট পুজো হবে না । এলাকার পুরো দায়িত্ব মালিকের ।