Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • কাশ্মীর ইস্যুতে আজ সর্বদল বৈঠক কেন্দ্রের। সন্ধ্যা ৬টায় বৈঠক। তিন সেনা প্রধানকে বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ।
  • পহেলগাঁও ঘটনার প্রভাব পাক শেয়ার বাজারে। ধস নেমেছে পাকিস্তানের স্টক মার্কেটে।
  • বন্ধ হচ্ছে ওয়াঘা-আটারি সীমান্ত। স্থগিত সিন্ধু জল চুক্তি। পাক নাগরিকদের ভিসা বন্ধ। আগে দেওয়া ভিসা বাতিল ঘোষণা। ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ। এক সপ্তাহের মধ্যে পাক কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ। ইসলামাবাদ থেকে ভারতীয় উপদেষ্টা প্রত্যাহার।
  • পাকিস্তানের উপর কূটনৈতিক স্ট্রাইক ভারতের। নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের তরফে।
  • New Date  
  • New Time  
বাংলাদেশের আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের।

16
October 2024

বাংলাদেশের আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের।

নাজিয়া রহমান, প্রতিনিধি: বাংলাদেশের আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাতিল হওয়া আটটি দিবসের মধ্যে পাঁচটিই শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেই মহম্মদ ইউনিস ১৫অগস্ট জাতীয় শোক দিবসের ছুটির দিন বাতিল করেন। ১৯৭৫ সালে ওই দিনে সেনা অফিসারেরা সপরিবার হত্যা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি তথা জাতীর জনক শেখ মুজিবুর রহমানকে। তাই ১৫ অগস্ট দিনটি জাতীয় শোক দিবস হিসেবে হত। এই দিনটি যেমন ছুটির তালিকা থেকে বাতিল করা হয়েছে তেমনি আরও সাতটি দিন বাতিল করা হলো।
এর মধ্যে ৭ মার্চ। ১৯৭১ সালে ওই দিন ঢাকার জনসভায় শেখ মুজিবুর রহমান প্রথম স্বাধীন বাংলাদেশের ডাক দিয়ে বলেন, ” এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। ২০১৭ সালে ইউনেস্কো মুজিবের ওই ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রমাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। ঐতিহাসিক ৭ মার্চ দিবস হিসেবে ঘোষণা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে ঘোষণা করে মন্ত্রিপরিষদ ।সেই থেকেই ৭মার্চ দিনটি জাতীয় গুরুত্বপূর্ণ দিবস হিসেবে পালিত হয়। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস। ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস ও ১২ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস। কিন্তু ৭ মার্চ, ১৭ মার্চ, ১৫অগস্ট, ৪ নভেম্বরের ছুটি বাতিল নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বহু মানুষ। আবার অনেকে মনে করছেন, ৭ মার্চের ছুটি বাতিল করে মুক্তিযুদ্ধকেই অস্বীকার করল ইউনিস সরকার। ৭ মাট্চের সেই ঐতিহাসিক ভাষণে মুজিবুর রহমান পাকিস্থানি সেনার বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছিলেন। মুজিবুরের মুখে শোনা গেছিল’৷ প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যাককিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।” তিনি আরও বলেন”আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। আমরা এদেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে আর যদি একটা হত্যা করা হয়, আমি যদও হুকুম দিতে নাও পারি – তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা কর। রক্ত যদি দিয়েছি, রক্ত আরও দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। ” অন্যদিকে ১৯৭২ ৪ নভেম্বর। সদ্য স্বাধীন বাংলাদেশের সংবিধান চালু হয়। সেই সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রকাশ করা হয়। যেখানে মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গনতন্ত্র ও ধর্মনিরপেক্ষর কথা উল্লেখ রয়েছে। বাংলাদেশর নতুন অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন কমওশন গঠন করা হয়েছে। অনেকেই আবার দাবি তুলেছে নতুন সংবিধান রচনার। তাই ওয়াকিবহাল মহল মনে করছে, ৪নভেম্বরের ছুটি বাতিল করে নতুন সংবিধান প্রনয়নের পথে দাঁচ্ছে ইউনুস সরকার।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​