Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • IPL- এর বাকি ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিলেন মইন আলি। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন।
  • উস্কানি দিলে রক্তগঙ্গা বইবে। আমাদের মাথায় আঘাত করলে ওদের বুকে আঘাত করব। পাকিস্তান আগেও ধোঁকা দিয়েছে, এখনও দিচ্ছে : রাজনাথ সিং।
  • সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিজয় শাহর। হাইকোর্টের নির্দেশ হস্তক্ষেপই করল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রশ্ন, এটা কি ঠিক হয়েছে ?
  • প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহা (৬৫)। নদিয়ার তেহট্টের বিধায়ক ছিলেন তিনি। বুধবার বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সকাল ৮টা ১৫ মিনিটে মৃত্যু হয় তাঁর।
  • কার্ডিয়াক সার্জারি রাজ্যপাল বোসের। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে রাজ্যপালের মিনিমালি ইনভেসিভ করোনারি বাইপাস সার্জারি হয়েছে। আপাতত স্থিতিশীল সিভি আনন্দ বোস।
  • বিহার থেকে দিল্লি যাওয়ার পথে যাত্রিবাহী বাসে আগুন। অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশু-সহ পাঁচজনের মৃত্যু।
  • কালবৈশাখীর সতর্কতা একাধিক জেলায়। হতে পারে শিলাবৃষ্টিও। শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ সব জেলায়।
  • প্রবল সমালোচনার মুখে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মন্ত্রী বিজয় শাহ। মধ্যপ্রদেশ হাইকোর্ট বিজয় শাহের বিরুদ্ধে FIR-র নির্দেশ দিয়েছে। ইন্দোরের রামকুণ্ডে এক অনুষ্ঠানে কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজয় শাহ।
  • জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনা ও জঙ্গির গুলির লড়াই। খতম ৩ জৈশ-ই-মহম্মদ জঙ্গি। নাদির গ্রামের ত্রাল এলাকায় এই এনকাউন্টার হয়।
  • সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি।
  • বুধবার বন্দি বিনিময় হল ভারত-পাকিস্তানের। বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে সকালে মুক্তি দেয় পাকিস্তান। রাজস্থান থেকে আটক পাক রেঞ্জারকেও মুক্তি দিল ভারত।
  • ভারত-পাক পরিস্থিতির জের। পিছিয়ে গেল কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। ১৮ মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হল পরীক্ষা।
  • ছাড়া পেলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ২২ দিনের মাথায় তাঁকে ছাড়ল পাক রেঞ্জার্স। অপারেশন সিঁদুরের পর ভারতের আরও বড় কূটনৈতিক জয়। পূর্ণম কুমার সাউয়ের মুক্তিতে খুশির জোয়ার হুগলির রিষড়ায়।
  • New Date  
  • New Time  
বাবার হত্যাকান্ডে যোগ বিষ্ণুই ?

15
October 2024

বাবার হত্যাকান্ডে যোগ বিষ্ণুই ?

সহেলী দত্ত, নিজস্ব প্রতিনিধিঃ অভিনেতা সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই কী এনসিপি নেতাকে খুন করা হল। বাবা সিদ্দিকি খুনের পর উঠছে প্রশ্ন। তদন্ত শুরু করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডকে ভাড়াটে খুনির কাজ বলে মনে করছে পুলিশ। ১২ অক্টোবর অর্থাৎ দশেরাতে বান্দ্রা পূর্বের নির্মল নগরে ছেলের অফিসের সামনে আততায়ীর গুলিতে মৃত্যু হয় এনসিপি নেতা বাবা সিদ্দিকির। বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। বুকে এবং পেটে একাধিক ক্ষত হওয়ায় তাঁকে তড়িঘড়ি মুম্বইয়ের লালীবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় তাঁর। মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের তরফে জানান হয়েছে বাবা সিদ্দিকির দিকে ৬ রাউন্ড গুলি চালান হয়। এর মধ্যে ৩টি তাঁর দেহে লেগেছে। সিদ্দিকি খুনে ব্যবহৃত পিস্তল কুরিয়ারের মাধ্যমে অভিযুক্তদের কাছে পাঠানো হয়েছিল।

সূত্রের খবর, প্রথম গণেশ পুজোর সময় সিদ্দিকিকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সেই সময় সফল হয়নি আততায়ীরা। এর আগে একাধিকবার সিদ্দিকির উপর হামলা হয়েছিল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত ধরমরাজ কাশ্যপ এবং কার্নাইল সিং দাবি করেছে, তারা কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য। এছাড়া বাবা খুনে আরও এক অভিযুক্ত রয়েছে পুলিশের নিশানায়। মহারাষ্ট্রের অপরাধ দমন শাখার ডিসিপি জানান, বাবা খুনের তদন্তে পুলিশের ১৫টি দল তৈরি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নির্মল নগর থানায় ভারতীয় ন্যায় সংহিতা, অস্ত্র আইন এবং মহারাষ্ট্র পুলিশ আইনের নানা ধারায় মামলা রুজু করা হয়। অভিযুক্তেরা মাসখানেক ধরে বাবার গতিবিধির উপরে নজর রাখছিল। বাবার বাড়ি, অফিসের উপরেও চলে নজরদারি। বাবাকে খুনের জন্য অভিযুক্তদের আগাম ৫০ হাজার টাকা দেওয়া হয়। ১৫ দিন আগে অস্ত্র পৌঁছে দেওয়া হয়। মাসিক ১৪ হাজার টাকা ভাড়ায় মুম্বইয়ের কুর্লায় একটি বাড়ি ভাড়া নিয়েছিল আততায়ীরা খুনের আগে ২৫ থেকে ৩০ দিন সেখানে ছিল তারা। ঘটনার দিন অটোরিক্সা করে ঘটনাস্থলে পৌঁছয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, এই ঘটনায় আমি আশ্চর্য। বাবা সিদ্দিকির পরিবার ও সমর্থকদের পাশে আছি। মহারাষ্ট্র সরকারের উচিত নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করা । রাহুল গান্ধী বলেন এই ঘটনাতে স্পষ্ট মহারাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। বিজেপি শিবিরের তরফেও বাবা হত্যার নিন্দা করা হলেও এই ঘটনা নিয়ে রাজনীতি না করার আবেদন জানান হয়েছে। এই ঘটনার সঙ্গে বারবার নাম উঠে এসেছে বিষ্ণোই লরেন্সের। তদন্তে নেমে সব কিছু খতিয়ে দেখছে পুলিশ। ব্যবসায়িক শত্রুতা নাকি বস্তি পুনর্বাসন প্রকল্প, খুনের নেপথ্যের প্রতিটি সম্ভাবনাকেই গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। চলতি বছরে কংগ্রেস ছেড়ে অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছিলেন সিদ্দিকি। সর্বক্ষণ পুলিশি নিরাপত্তা পেতেন। তারপরেও কীভাবে এই ঘটনা ঘটল। তা নিয়ে উঠছে প্রশ্ন। সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে সিদ্দিকি খুনের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। সিদ্দিকি খুনের পর বিষ্ণোই গ্যাংয়ের যোগ স্বীকার করে একটি পোস্ট ভাইরাল হয়। এরপর সলমন খানের বাড়িতে বাড়ান হয় নিরাপত্তা। মোতায়েন করা হয় মুম্বই পুলিশ। উল্লেখ্য, নব্বইয়ের দশকের পর থেকে মুম্বইয়ে এমন বড় মাপের রাজনৈতিক নেতা খুন হননি। ওই দশকেরে শুরুর দিকে বিজেপির তৎকালীন দুই বিধায়ক রামদাস নায়েক এবং প্রেমকুমার শর্মাকে গুলি করে হত্যা করা হয়েছিল। শিবসেনার দুই নেতা বিঠঠল চহ্বান এবং রমেশ মোরে ওই সময় খুন হন।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​