নাজিয়া রহমান, সাংবাদিক: সাময়িক বিরতির পর ফের ট্র্যাকে ফিরল কলকাতার অন্যতম ঐতিহ্য ট্রাম। ৯ অক্টোবর থেকে কলকাতার রাস্তায় বন্ধ ছিল ট্রাম পরিষেবা। কিন্তুলক্ষ্মী পুজো পেরিয়ে গেলেও ট্রাম পরিষেবা শুরু না হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছিল ট্রামপ্রেমীদের মনে ৷ তাহলে কি ট্রাম একেবারেই বন্ধই হয়ে গেল ? মন বিষন্নতায় ভরে যায়। তার কারণ কিছুদিন আগেই প্রচারিত হয় ট্রাম হেরিটেজ হিসেবে শুধুমাত্র একটি রুটেই চলবে। যদিও সরকারের তরফ থেকে সেরকম কোনও ঘোষণাই করা হয়নি। কিন্তু হঠাৎ ২৫ নম্বর রুট (গড়িয়াহাট-ধর্মতলা) আর ৫নম্বর রুটে (শ্যামবাজার-ধর্মতলা) যে দুটি রুটে ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়। ট্রামের এই সাময়িক বিরতির পেছনে কারণ হিসেবে পুজোর যানজট। যানজটের কারণে পুজোর দিনগুলিতে ট্রাম চলবে না এই কথা আগেই জানিয়ে দিয়েছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। তবে পুজোর পরই দ্রুত পরিষেবা চালুর আশ্বাস দিয়েছিল পরিবহণ দফতর ৷ সেই প্রতিশ্রুতি মতোই সাময়িক বিরতির পর ফের দুটি রুটে গড়াতে শুরু করল কলকাতার ঐতিহ্যের চাকা। যদিও গত বছর ট্রাম কলকাতার পুজো পরিক্রমার অঙ্গ হিসেবে অংশগ্রহণ করেছিল।
পুজোর সময় কলকাতার রাস্তায় এমনতেই খুবই ট্রাফিক জ্যাম হয়। ট্রাম চললে তা আরও সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এই বছর পুজোয় বন্ধই রাখা হয়েছিল কলকাতার ঐতিহ্যের এই পরিবহণটি। পুজোর কটা দিন রাস্তায় যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কায় গত ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ট্রাম পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল পরিবহণ দফতর। কিন্তু, তার পরেও প্রায় এক সপ্তাহ দেরি হল ট্রামের চাকা গড়াতে ৷ তার করণ হিসেবে জানা গেছে,পুজোতে ট্রাম কর্মী ও চালকরা ছুটিতে থাকায় নির্ধারিত সময়ের থেকে কয়েকদিন পরে চলছে ট্রাম। যদিও এই ব্যাখ্যা মানতে নাজার ট্রাম প্রেমিরা। তবে যাই হোক ফের ট্রামের চাকা গড়াতে শুরু করায় খুশি তারা।