‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’-র পর এবার ‘সুন্দরিনী’। সুন্দরবনের মহিলা সদস্যদের উৎপাদিত ‘সুন্দরিনী’ পেল আন্তর্জাতিক পুরষ্কার। এক্স হ্যান্ডেলে পোষ্ট করে এই খুশির খবর শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- আন্তর্জাতিক ডেয়ারি ফেডারেশন শুক্রবার ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্য সরকারের প্রানী সম্পদ বিকাশ দফতরের অধিনস্ত সুন্দরবন দুগ্ধ সমবায়ের পণ্য ‘সুন্দরিনী’-কে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরষ্কার প্রদান করেছে। পৃথিবী জুড়ে মোট ১৫৩ টি সংস্থার মধ্য থেকে বিজয়ী হয়েছে ‘সুন্দরিনী'(Sundarini)। সুন্দরবন কো-অপারেটিভ মিল্ক ইউনিয়ন এবং লাইভস্টক প্রোডিউসার ইউনিয়ন এর সঙ্গে জাতীয় ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড (National dairy development board) এই পুরষ্কার পেয়েছে, যা পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের মহিলাদের স্বনির্ভরতার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সম্মাননা বলেই মনে করা হচ্ছে।
এই পুরস্কার বা সম্মানে ভূষিত হওয়ার খবরে আনন্দিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সুন্দরীনি, আমাদের প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগের অধীনে একটি সমবায় দুধ ইউনিয়ন, দক্ষিণ ২৪ পরগনা জেলার ৪,৫০০ জন মহিলা কৃষককে নিয়ে গঠিত, যেখানে দৈনিক ২০০ লিটার দুধ এবং প্রতিদিন প্রায় আড়াইশো কেজি প্রক্রিয়াজাত দুগ্ধজাত পণ্য উৎপাদিত হয়।” মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “২০২৩/২৪ অর্থবর্ষে এই দুগ্ধ ইউনিয়ন সুন্দরবনের গ্রামীণ মহিলাদের জন্য প্রায় ৪ কোটি টাকা আয়ের ব্যবস্থা করেছে।”
এই পুরস্কারের খবরে মুখ্যমন্ত্রী প্রাণিসম্পদ বিকাশ দপ্তর এবং সুন্দরবন সমবায় দুগ্ধ ইউনিয়নের সদস্যদেরকে অভিনন্দন জানিয়েছেন।