মহালয়া মানেই কোথাও যেন পুজো শুরু হয়ে যাওয়া। মা আসতে বাকি আর মাত্র কিছু দিন! এপার বাংলা যখন পুজো আবহেও আরজিকরের নির্যাতিতার বিচারের দাবিতে সরব তখন ওপার বাংলাতেও পুজো নিয়ে আশঙ্কা। এবার কেমন হবে ওপার বাংলায় দূর্গাবন্দনা?
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: এপার বাংলার মত ওপারেও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। তাই সেখানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীদের দিন কাটছে ভীষণ ব্যস্ততার মধ্যে। মহালয়ার আগে মঙ্গলবার ঢাকার সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সস্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির জানিয়েছেন, ” এবার বাংলাদেশের পুজো অন্যান্য বছরগুলোর চেয়ে ভালো হবে। এবারেও পুজো নির্বিঘ্ন করতে যা যা পদক্ষেপ নেওয়ার, সবই নেওয়া হবে। ঘটা করে পুজোর আয়োজনের জন্য সবরকম সহযোগিতা করা হবে।”
তবে যতই এমন আশ্বাস থাকুক না কেন, এখনও কিন্তু বাংলাদেশ জুড়েই পুজো নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ শেখ হাসিনার শাসনকাল শেষ হবার পর থেকে পড়শী দেশে বেড়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার। তবে পুজো যে হবে এ বিষয় আশ্বস্ত করেছিলেন ইউনূস সরকার। কিন্তু তারপরও যে সমস্ত প্রতিচ্ছবি উঠে আসছে তাতে ফের প্রশ্ন উঠেছে আদৌ সুষ্ঠুভাবে পুজো হবে তো?
উৎসবের দিন গুলোতে ছুটির বিপক্ষে সরব হয়েছেন ওপার বাংলার কট্টরপন্থীরা। এমনকি ঢাকার সেক্টর ১৩-তে দুর্গাপুজো উদযাপনের জন্য খোলা মাঠ ব্যবহারেরও বিরোধিতা করা হচ্ছে। যে মাঠে বহু বছর ধরে পূজো হয়ে আসছে সেখানেও সমস্যা। তথ্যসূত্রে জানা গিয়েছে, ইনসাফ কেমকারি ছাত্র-জনতা নামে একটি সংগঠন পুজো নিয়ে হুঁশিয়ারি দিয়েছে। তারাই এই মাঠ ব্যবহারের বিরোধিতা করেছেন।
এখনো অব্ধি যেমনটা জানা যাচ্ছে যে বাংলাদেশের ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে এবার দুর্গাপুজো উদযাপিত হবে। আসন্ন দুর্গাপুজোয় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে। এর পাশাপাশি প্রতিটি পুজোমণ্ডপের নিরাপত্তা রক্ষা করার ক্ষেত্রে পুলিশ যাতে সর্বোচ্চমাত্রায় সতর্ক থেকে তার দায়িত্ব পালন করে সেই বার্তাও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পুজোকেন্দ্রিক সুরক্ষা কার্যক্রমও শুরু হয়েছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে কেউ যেন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ সচেষ্ট রয়েছে। সোশ্যাল মিডিয়ায় গুজব রোধে পুলিশের সাইবার মনিটরিং সেল জোরদার করা হয়েছে।যদিও এত আশ্বাসেও পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সমস্ত হিন্দুদের মধ্যেই একটা ভয় কাজ করছে পুজো নিয়ে। যাতে পুজোর আবহে কোন অশান্তি না হয় সেই প্রার্থনাই করছেন সকলে।