পুজোর বাদ্যির আওয়াজ মিলিয়ে যাওয়ার আগেই বেজে উঠলো ভোটের বাদ্যি। দেশের দুই রাজ্যের বিধানসভা ভোটের সঙ্গেই আমাদের রাজ্যেও ভোট হতে চলেছে ছয়টি বিধানসভা কেন্দ্রে। আগামি ১৩ নভেম্বর উপনির্বাচন হবে এইসব কেন্দ্রে।
সঞ্জু সুর নিজস্ব প্রতিনিধিঃ- লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে রাজ্যের ছয়টি বিধানসভা খালি হয়েছিলো। মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশের মোট ৫০ টি আসনে (বিধানসভা ও লোকসভা) উপনির্বাচনের কথা জানালো কেন্দ্রিয় নির্বাচন কমিশন। আমাদের রাজ্যের ছয়টি আসনে ভোট হবে আগামি ১৩ নভেম্বর ও ফল প্রকাশ ২৩ নভেম্বর।
এক ঝলকে দেখে নেওয়া যাক রাজ্যের কোনো কোন আসনে উপনির্বাচন হবে।
১) কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্র থেকে পদত্যাগ করে লোকসভায় গিয়েছেন জগদীশ বর্মা বসুনিয়া।
২) আলিপুরদুয়ারের মদারিহাট কেন্দ্র খালি হয়েছে ওই কেন্দ্রের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা লোকসভায় নির্বাচিত হওয়ায়।
৩) উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা থেকে পদত্যাগ করে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন হাজি নুরুল ইসলাম। ভোট হবে সেই আসনে। এদিকে হাজি নুরুল বসিরহাট লোকসভায় জেতার পর মাসখানেক আগে তিনি মারা যান। তবে এই দফায় ওই লোকসভা আসনে ভোটের কথা কিছু জানায় নি কমিশন।
৪) মেদিনীপুর বিধানসভা কেন্দ্রটি খালি হয় এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক জুন মালিয়া লোকসভায় জেতার পর। ভোট হবে সেখানেও।
৫) উত্তর ২৪ পরগণার আরেকটি বিধানসভা হলো নৈহাটি। পার্থ ভৌমিক লোকসভায় জেতার পর এই আসনটিও বর্তমানে খালি রয়েছে।
৬) এছাড়া বাঁকুড়ার তালডাংরা বিধানসভার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা থেকে জেতার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ভোট হবে সেই আসনেও।
খালি থাকা বিধানসভার জন্য উপনির্বাচনের কথা জানালেও শূন্য থাকা লোকসভা (বসিরহাট) ও জহর সরকারের পদত্যাগে খালি হওয়া একটি রাজ্যসভার আসনের নির্বাচন কবে হবে তা অবশ্য জানানো হয় নি।